অন্যরকম কিছু কথা লিখছি আজ। জীবনে প্রত্যেকের স্বপ্ন, প্রাপ্তি এক না হওয়াটাই স্বাভাবিক। তারপরও সবার মাঝে চলছে প্রতিযোগিতা।
জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক সময়ই এমন কিছু অনুভূতির মুখোমুখি হই যা আমাদের ভেতর থেকে নাড়া দিয়ে যায়। প্রতিযোগিতা, প্রাপ্তি, এবং স্বপ্ন—এসবই আমাদের জীবনের অংশ। তবে প্রতিটি মানুষ এই বিষয়গুলোকে ভিন্নভাবে অনুভব করে। এ নিয়েই এই পোস্টে লিখা জীবনের অন্যরকম কিছু কথা, যা আমাদের চিন্তার জগতে নতুন এক দিগন্ত হতে পারে।
সূচিপত্র
অন্যরকম কিছু কথা
জীবনে প্রতিযোগিতা কেন এতো বেশি? এই প্রশ্নটি আমাদের অনেকের মনেই উঁকি দেয়। জীবনে যা কিছু পেয়েছি তা কোনো কিছুই প্রতিযোগিতা ছাড়া পাইনি। একজনকে পছন্দ করতাম, যখন জানলাম সে অন্য কাউকে পছন্দ করে তখন তার থেকে দূরে সরে গেলাম। এরপর তাকে খুঁজে পেলাম যাকে নিজের যোগ্য মনে হয়েছে, যদিও আমি যোগ্য না। তার জন্যেও প্রতিযোগিতা, নিজের মনের দিকে কখনও তাকানোর সুযোগ হয়নি।
আরও পড়ুন – বাস্তব জীবন বড়ই কঠিন
এতো প্রতিযোগিতা কেনো জীবনে?
এতো প্রতিযোগিতা কেনো জীবনে? এজন্য মনে হয় সবাইকে সবার মতো থাকতে দিয়ে কোথাও হারিয়ে যাই। আসলে আমি তো নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে পারছি না, অপরদিকে দুইজনের মাঝে কাঁটা হয়ে দুইজনকে কষ্ট দিয়েছি।
আমি কিছু হলাম না অন্য কেউ। চিৎকার করে কান্না করার মতো কোনো যায়গা থাকলে আল্লাহ্ কে বলতাম সবাইকে যেনো ভালো রাখে। আর আমি যেনো তাদের আর কষ্ট না দেই।
একাকিত্ব এবং মানসিক সংগ্রাম
আসলে ইহকালে সব স্বপ্ন সবার জন্যে বাস্তবে আসে না। একাকিত্ব বড়ই অদ্ভুত। কেউ থেকেও নেই আবার মনে কোনো বাঁধা ও নেই। এই দিনগুলো মনে করে একদিন আবার কাঁদবো অথবা হাঁসবো। আবার নতুন করে নতুন প্রেক্ষাপটে এরকম মনের অন্যরকম কিছু কথা লিখে যাবো।
ভালো সময়গুলোর কাছে প্রশ্ন
ভালো সময়গুলোর কাছে প্রশ্ন, কেনো অমন ছিলে?, কেনো এমন হলে? উত্তর জানি, আমি ভালো না, মানুষকে বুঝতে পারি না, ভুল কে সঠিক বুঝি, সঠিক কে ভুল বুঝি।
কিভাবে পরিবর্তন হতে হবে জানি না। তবে আর যাই হোক কাউকে কি বলতে পারবো আর আমাকে বিশ্বাস করো? কাউকে বলতে পারবো কি তোমার পাশে থাকবো? সবার জীবনের কষ্টের কিছু দিক থাকে হয়তো। কারো ক্ষেত্রে কম বা বেশি।
বাস্তবতা এবং মানসিক শক্তি
বাস্তব সত্য হলো যত্ন করে আগলে রাখা কিছু সাথে থাকে না। কিন্তু, যা থেকে আপনি নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন তা ই কিভাবে যেনো আপনাকে ধরে ফেলবে, ছাড়তেই চাইবে না। তা ভালো কিছু হোক, কিংবা খারাপ।
নিজের ক্রোধ কে নিয়ন্ত্রণ করা যায় এটা ঠিক, কিন্তু মন কে কী বলে বোঝানো যায়? এতো বছরেও এটি নিজেকে বোঝাতে পারি নি। বুঝতে হবে, বুঝাতে হবে, বুঝিয়ে রাখতে হবে নিজেকে। পাথরের মতো কঠিন হতে হবে।
আত্মসমর্পণ এবং আত্মবিশ্বাস
হার মেনেছি সবকিছুর সাথে, তবে নিজের সাথে কেনো পারি না? হারতে হবে, একা তো সব পারা যায় না, যেখানে মন ই আর নেই।
সমাপ্তি
এ ছিল আমার দিনলিপি থেকে নেয়া মনের অন্যরকম কিছু কথা নিয়ে কিছু লিখা।
জীবনের প্রতিযোগিতা, প্রাপ্তি, এবং স্বপ্নগুলো আমাদেরকে বিভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি করে। এসব অভিজ্ঞতা আমাদের মনকে গঠন করে এবং আমাদের জীবনের পথকে নির্দেশ করে। আমরা আমাদের ইচ্ছা এবং স্বপ্নগুলোকে বিশ্বাস করে এগিয়ে চলি। এসব চিন্তা এবং অনুভূতির মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনের নতুন দিগন্ত উন্মোচন করি।
সচরাচর জিজ্ঞাস্য
জীবনে এত অপেক্ষা কেন?
জীবন হচ্ছে পরীক্ষার যায়গা। এখানে প্রতিটি পদে পদে পরীক্ষার সম্মুখীন হয়ে যেতে হবে। প্রত্যাশিত ফলাফল স্বপ্নের সাথে সব ক্ষেত্রে মিলে যাবে এমনটা চিন্তা করা অনেক বড় ভুল। তাই অপেক্ষা করে যেতে হবে। চেষ্টা বন্ধ করা যাবে না।
প্রতিযোগিতা মেনে নেয়া যায় না কেন?
অনেকেই প্রতিযোগিতা মেনে নিতে পারি না। কারণ পূর্বের অভিজ্ঞতা সুখকর ছিল না। আমরা অনেকেই চিন্তা করতে ভুলে যাই যে আমরা বদলে গিয়েছি আর আমাদের জীবনে মনের সাথে সংগ্রাম করেই চলতে হবে। প্রতিযোগিতা, সফলতা, ব্যর্থতা সবই জীবনের অংশ।