আমি তোমায় সুন্দর কথা বলে অবাস্তবতায় রাখতে চাইনা। চাইনা তোমায় খুশি করার জন্য মিথ্যা বলতে। এ নিয়েই আজকের চিঠি।
জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক কথাই বলি, অনেক প্রতিশ্রুতি দিই, অনেক স্বপ্ন দেখি। তবে সব স্বপ্নই যে বাস্তবায়িত হবে, তা নয়। আজকের এই চিঠিটি সেই মানুষটির জন্য, যাকে আমি সুন্দর কথা বলে অবাস্তবতায় রাখতে চাই না। আমি চাইনা তোমায় খুশি করার জন্য মিথ্যা বলতে। তাই আজকের চিঠি তোমার জন্য, আমার হৃদয়ের গভীর থেকে উঠে আসা কিছু বাস্তবতার কথা।
সূচিপত্র
অবাস্তবতায় রাখতে চাইনা
প্রিয়,
তোমায় বর্তমানে খুশি রাখতে চেয়ে ভবিষ্যৎকে অনিশ্চয়তায় ফেলে দিতে চাইনা। ভবিষ্যতে তোমায় কতটা ভালোবাসবো সেটি আমার বর্ণনায় মন যা বলবে, বাস্তবে তার কতটা প্রতিফলন ঘটবে তা আমি জানিনা। আমার মন যখন বলতে চেয়েছে, আমি বলেছি। তোমায় কতটা আমি ভালোবাসি, তোমার জন্য আমি কি কি করতে প্রস্তুত, তোমার কাছে আমি কি কি চাই সব আমি বলব।
আগে তোমায় অনেক সুন্দর কথা বলতাম। সবকিছু কতটা সহজ মনে হতো তাই না? মনে হতো ভালোবাসা কত সহজ। তোমায় পাশে পেতে হলে আমার কোন কষ্টই হবে না। আমরা একে অপরকে অনেক সহজে পেয়ে যাব।
ভালোবাসা কি পারিবারিক অবস্থা মেনে হয়? আমার মনে হয় না। কারণ যে মানুষটির মাথায় হাত বুলিয়ে দিতে আমি হাজার দিন অপেক্ষা করছি, সে যেমনই হোক আমি তাকে অনেক ভালোবাসবো।
তোমায় না পেলে আমি কিভাবে থাকবো, কিভাবে মেনে নিব তা নিয়ে এখন আর আমি ভাবি না। আমি শুধু চেয়েছি তুমি ভালো থাকো। তাহলে ভবিষ্যতে নিজেকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না। তখন তুমি মনের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিতে পারবে।
আমি একা থাকতে চাই। সব কিছু বিরক্তিকর লাগছে। আমি নিজে স্বপ্ন দেখেছিলাম, তোমায় স্বপ্ন দেখিয়েছিলাম। সব ইচ্ছে অনিশ্চয়তার মাঝে হারিয়ে গেলো এক নিমিষেই। কারণ অনুসন্ধান করতে চাই না। কোন কিছু মনে করতে চাই না।
সময় যাবার সাথে সাথে জীবনে অনেক পরিবর্তন আসে। স্বপ্ন বদলে যায়। অনেক ক্ষেত্রে ভাগ্য বদলে যায়। তবে কিছু কিছু বিষয় একদমই বদলায় না। কিন্তু চিন্তা ভাবনার পরিবর্তন আসার ফলে স্বপ্নগুলো বাস্তবে রূপ দেয়ার ফলে সৃষ্ট সমস্যা গুলো দুশ্চিন্তা রূপে বার বার মনে আসে।
একজন অতিরিক্ত চিন্তাধারী মানুষ কিভাবে আরেকজনকে সাথে নিয়ে ভবিষ্যত গড়ার স্বপ্ন দেখতে পারে? এই স্বপ্ন দেখা অনেক বড় অপরাধ।
মাঝে মাঝে আমরা অপেক্ষা করতে চাই না। কিন্তু সময় আসে না। আবার মাঝে মাঝে সময় চলে আসে, কিন্তু আমরা অপেক্ষা করতে চাই। যেই পথে ছুটছি সেই পথেই আছি। তবে পথের সব কিছু বদলে গিয়েছে, কারণে, অকারণে।
ইচ্ছে হয় নিজের সেই সময়ে ফিরে যেতে, যখন আবেগ এর বয়স চলছিল। চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেয়ার মত মানসিক অবস্থা ছিল। তখনই যদি সিদ্ধান্ত নিয়ে নিতাম, তাহলে এত চিন্তা করতে হতো না। তাই এখনই সঠিক সময়। এই অবস্থায় একা থাকা ভালো। সিদ্ধান্তগুলো না হয় ভাগ্যের উপরেই ছেড়ে দিলাম। তাহলে অন্তত এই শুধু শুধু অপেক্ষা করে দিন দিন তুমি মানসিক কষ্ট পাবে না।
তুমি ভালো থেকো, মাঝে মাঝে খোঁজ নিও। নিজের খেয়াল রেখো। ভালোবাসো নিজেকে, আমি তোমার সাথেই চলছি, তবে অনেক দূর থেকে।
ইতি,
তোমার কেউ
এই চিঠির মাধ্যমে আমি শুধু বলতে চাই, তোমার প্রতি আমার ভালোবাসা অটুট থাকবে, যদিও আমি নিজেকে তোমার যোগ্য মনে করি না। আশা করি, তুমি সবসময় সুখী থাকবে এবং আমি এই জীবনে তোমার পাশে থাকতে পারবো, এমনই একটি আশা নিয়ে আমি প্রতিনিয়ত বেঁচে থাকি।
আরও পড়ুন – তোমাকে নিয়ে কিছু কথা