এ এক আবেগি প্রেমের কবিতা। উদ্দেশ্যহীনভাবে মন থেকে লিখা এক ছোট চেষ্টা।
আবেগি প্রেমের কবিতা
সেদিন বৃষ্টিস্নাত রাতে
শূন্যতা ছিল সাথে।
অন্ধকারের মাঝে
অন্যরকম হয়ে
সে আজও সেজেছে।
এ যে এক পরিচিত অনুভূতি।
যা দুচোখ এক করতে দেয় না।
রাতগুলো ভুলে যেতে চাইলেও
ভুলে যাওয়া যায় না।
সে ছিল রাতের গল্পের সাথী।
হঠাৎ যেন মাঝে মাঝে
বাজ পড়ে আকাশ থেকে।
মনে মনে যেন
জড়িয়ে থাকো তুমি।
মনে মনে বুঝি আমাদের
ভালোবাসা সবচেয়ে বেশী দামি।
অকুল পাথারে দাড়িয়ে থেকে
দূর থেকে ভাবি তোমায়।
মেনে নিবে কি ভালোবাসা
হঠাৎ প্রথম দেখায়।
আর কত রাত পেরলে
হবে যে গল্পের সূচনা।
দূর থেকে দেখছি নীরবে।
একটি বার দেখনা।
এক দৃষ্টির দেখায় যে
মন ছুঁয়ে যাবে আমার।
সেই দৃষ্টির ভালোবাসার পূর্ণতা দিয়ে
হয়ে যেতে চাই শুধু তোমার।
ভালোবেসে লিখে রেখো প্রিয়
তোমার মনের পাতায়।
সময়ের সাথে চলছি একলা
এক হবো শেষ রাস্তায়।
ক্ষণ গুনে যাই গভীর রাতে।
মনে জুড়ে এক বড় আশা।
যেন কোন পথে হঠাৎ করে
নিয়ে আসবে তুমি যে,
এক সমুদ্র ভালোবাসা।
পরবর্তী লিখা – ইচ্ছের ছোঁয়ায়