প্রিয় মানুষের উদ্দেশ্যে এই আবেগী প্রেমের চিঠি। হোক জানা কিংবা অজানা এই অনুভূতি কিন্তু ভিন্ন নয়। ভালোবাসার অপেক্ষা এক সুত্রে গাঁথা।
সূচিপত্র
আবেগী প্রেমের চিঠি
প্রিয়
শীতের শেষে বসন্তের শুরুতে আজ সন্ধ্যায় আকাশটা অদ্ভুত লাগছে। পাখিরা তাদের ঘরে ফিরছে, আর শহরের হাজারো মানুষের ভিড়ে যেন এক ধরনের বিরক্তি ছড়িয়ে পড়েছে। দিনের শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার সময়, হালকা ঠাণ্ডা বাতাসের মাঝে, তোমার কথা মনে পড়ছে।
সারাদিনের পরিশ্রমের শেষে বাসে চড়ে যখন ঘরে ফিরছি, হঠাৎ করেই তুমি আমার মনের মধ্যে চলে এলে। কল্পনার জগতে তোমার ছবি যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। তুমি যেন আমার মনের এমন একটি কোণে বসবাস করো, যেখানে কেউ যেতে পারে না। আমি তোমার প্রতি এই গভীর অনুভূতি আগলে রাখি, যত্ন নিই, যদিও তোমায় খুঁজে পাওয়ার সৌভাগ্য হয়নি।
তুমি বারবার আমার মনে ফিরে আসো, আর আমি প্রতিবারই তোমাকে নতুন করে অনুভব করি। তোমার প্রতি এই ভালোবাসা এতটাই গভীর যে আমি নিজেই অবাক হয়ে যাই। আমার অদ্ভুত মন তোমার মোহে অন্ধ হয়ে গেছে। ভালোবেসে অপেক্ষায় থাকব সেই দিন পর্যন্ত, যতদিন না তুমি আমার জীবনে এসে দাঁড়াও।
এই আবেগী প্রেমের চিঠিতে আমি আমার অনুভূতির কথা লিখে যাচ্ছি, কিন্তু মনে হয় যেন কোনো শেষ নেই। যতবারই লিখি, মনে হয় আরও কিছু বলার বাকি রয়ে গেছে। কখনও যদি তোমার সামনে দাঁড়াতে পারি, হয়তো সবকিছু ভুলে যাব, সেই কথাগুলো মনে রাখতে পারব কি না, জানি না।
প্রতিদিন সময় এগিয়ে যায়, সূর্য ওঠে, আবার অস্ত যায়। কিন্তু আমার হৃদয় একসময় আটকে আছে, তোমার জন্য অপেক্ষায়। হয়তো কোনোদিন তুমি এই চিঠির শব্দগুলো পড়বে, হয়তো না। তবুও আমি লিখে গেছি, কারণ এই লেখার মধ্যে আমার ভালোবাসা লুকিয়ে আছে।
যত কঠিনই হোক, যত দেরিই হোক, আমি তোমার জন্য অপেক্ষা করতে রাজি। তোমার সাথে দেখা হওয়া, ভালোবাসার সেই শুরুটা যতই দেরি হোক, ততই মূল্যবান হবে।
সবাই হেসে ফেলবে এই ভয়ে থাকি আমি। তাই তো এই শব্দগুলোর সাজানো রূপ তোমারই উদ্দেশ্যে যেন উড়িয়ে দেয়া এক চিঠি। যার নেই কোনো ঠিকানা। যাতে লিখা নেই কোনো নাম। কারণ তুমি তো আমার অজানায় রয়েছো। হয় বহুদূরে কিংবা একটু কাছে।
অনেকেই বলতে পারে সরাসরি। কেউ কেউ হয়তোবা বলতে চেয়েও পারেনা। ভয়ে কিংবা লজ্জায়। আমি জানিনা কেন বলতে পারিনি। আমি যা লিখেছি সব তোমার উদ্দেশ্যে। তুমি অবাক হয়ে পড়বে ভেবে চাই যতটা সম্ভব সহজ করে লিখতে। কিন্তু পারিনা আমি। জীবনের মতো এই অনুভূতি লিখার প্রচেষ্টাও অনেক জটিল মনে হয়। তবুও লিখে যাই এই ভেবে যদি পৌছায় এই আবেগী প্রেমের চিঠি তোমার নিকটে।
আমি মাঝে মাঝে বুঝতে পারিনা অভিমানের অর্থ। মাঝে মাঝে বুঝতে পারিনা হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্টের ভাষা। আমি অনুভূতি বুঝতে গিয়ে প্রায়ই ভুল করে ফেলি। যেখানে আমি বুঝতে পেরে ভুল স্বীকার করলেও অনেকেই ক্ষমা করেনি। যারা ক্ষমা করেছে তাদের সাথেও সম্পর্কটা কেন যেন আগের মতো হয়ে যায়নি।
যদি একটুও ভালো লাগে জানিও আমাকে। তোমার ভালোলাগা আমার কাছে অনেক প্রিয়। তবে তুমি কেমন আমি জানিনা। আমি হয়তোবা একটু আবেগী। তুমি হয়তোবা একটু বাস্তবতার স্রোতে চলা কেউ। জানিনা। তবে আমি বদলে গিয়েছি অনেক। কিন্তু আমার মনের এই দিকটা আমি বদলাতে পারি নি আজও। জানিনা এমন আমাকে তোমার কেমন লাগবে। তবে আমি মনে করি যেমনই হোক, ছেড়ে আসার কথা ভাববে না কখনো।
জানিনা কত পথ বাকি। তবে থেমে নেই আমি। আমি শুধু চলছি আর চলছি। দিনের পর দিন চলে যায়। সূর্য অস্ত গিয়ে সূর্য উঠে যায়। ভাবনা চিন্তার কোন শেষ নেই। হয়তোবা শুধু শুধু এতো চিন্তা। তবে এই ভাবনাগুলোই হয়তো টিকিয়ে রেখেছে ভালোবাসার সৌন্দর্যকে। ভালোবাসা সুন্দর কেমন তা নিয়ে আমি অনেক বিভ্রান্তিতে। যেই ভালোবাসা শূন্যতার কারণে বুকের একপাশে অদ্ভুত ব্যথা অনুভূত করে সেই ভালোবাসা আবার পূর্ণতার খুশিতে আত্নহারা হয়ে ওঠে।
তবে শেষে আবারও বলে যেতে চাই, ভালোবাসি তোমাকে। জানিনা কিভাবে হবে সুন্দর পথচলার শুরু। তবে তুমি রয়ে যেও আমার জীবনের সেই পাতায় যেখানে জায়গা রয়েছে শুধু তোমারই জন্য, রইবে না আর কেউ। ভালো থেকো প্রিয়।
ইতি
তোমার প্রিয়
পরিশেষ
হঠাৎ মনের মাঝে আসা কিছু অনুভূতির ভাবনায় লিখা প্রিয় মানুষের উদ্দেশ্যে লিখা এই আবেগী প্রেমের চিঠি। ভালো লাগলে চিরকৃতজ্ঞ থাকবো।
পরবর্তী চিঠি – আমি তোমাকে অনেক ভালোবাসি