আমি তোমার যোগ্য না | চিঠি ০৫

আজ আমার অকল্পনীয় স্বপ্নকে জানিয়ে দিতে চাই যে, “আমি তোমার যোগ্য না”।

জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি, অনেক আশা করি। তবে সব স্বপ্নই যে পূর্ণতা পায় তা নয়। কিছু স্বপ্ন, কিছু আশা বাস্তবতায় এসে ম্লান হয়ে যায়। আজকের এই চিঠিটি সেই মানুষটির জন্য, যার প্রতি আমার গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও নিজেকে তার যোগ্য মনে করছি না। এই চিঠির মাধ্যমে মনের গভীর থেকে উঠে আসা কিছু অনুভূতির কথা জানাতে চাই।

আমি তোমার যোগ্য না

প্রিয় ইচ্ছে,

জীবনের প্রতিটি মুহূর্তে কেন এমন মনে হচ্ছে যেন আমি তোমার যোগ্য না? এ আমার ব্যর্থতার চিঠি। কেনো অবহেলা করো, এই প্রশ্ন একসময় বার বার মনে মনে তোমার নিকট জানতে চাইতাম। অবহেলা মানে কি সেটা আগে বুঝতাম না। ধীরে ধীরে বুঝে গেলাম। তাই এখন অনেক দূরে সরে যাবো যাতে খুঁজে না পাও আমায়।

আমি তোমার যোগ্য না কারণ মাঝে মাঝে মনে হয় আমি তো তোমায় এমন কিছু দেইনি যা তুমি মন থেকে চাও। তুমি মন থেকে আমায় এমন কিছু বলতে পারো নি যা তুমি বলতে চাও। যদি আমার কোনো ভুল ধারণা হয় তাহলেও বলে দিও। আমি তো তোমার অনেক ভালো বন্ধু। তোমায় অনেক ভালোবাসি। ইতি, তোমার অপেক্ষায় থাকা আমি।

আমার অপরাধবোধ

তুমি কি জানো, প্রতিটি দিন আমি কেমন অনুভব করি? আমি মনে করি আমি তোমার যোগ্য না। কেন এমন মনে হয়? কেনো এমন অনুভূতি আমাকে প্রতিনিয়ত কুরে কুরে খায়? হয়তো আমার দোষ। হয়তো আমি তোমার জন্য যথেষ্ট ভালো না। হয়তো আমি তোমাকে সেই সুখ দিতে পারিনি যা তুমি চেয়েছিলে।

তোমার প্রতি আমার ভালোবাসা অসীম, কিন্তু কখনো কখনো তা প্রকাশ করতে ব্যর্থ হই। তোমার চোখে আমার অক্ষমতা দেখতে পাই। এ নিয়ে আমি প্রতিনিয়ত যন্ত্রণায় ভুগি। আমার মনের কথা আমি তেমন ভাবি না। ভাবি শুধু তুমি আমায় নিয়ে কী ভাবছো তা নিয়ে।

সম্ভাবনা ও প্রার্থনা

তবে যদি তুমি মনে করো, আমি তোমার যোগ্য হতে পারবো, তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো। যদি আমার মনের কোনো ভুল হয় তাহলে বলে দিও আমায়। আমি তোমার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত।

তবে যদি মনে করো, আমি তোমার যোগ্য হতে পারবো না, তাহলে সম্ভাবনাতে তোমায় রাখতে চাই না প্রিয়। কিন্তু যদি তুমি থাকতে চাও এভাবেই অপেক্ষায়, তাহলে আমিও থাকবো। তবে আমার মনে হয়, এই প্রশ্নের উত্তর এর জন্য সময়ের অপেক্ষায় থাকতে হবে।

সমাপ্তি

প্রিয় ইচ্ছে, আমি জানি না, এই চিঠির মাধ্যমে তোমার কাছে আমি কী বার্তা পৌঁছে দিতে পেরেছি। আমি শুধু বলতে চাই, আমার জীবনের প্রতিটি মুহূর্তে তোমার কথা ভাবি। তোমাকে হারানোর ভয়ে আমি প্রতিনিয়ত আতঙ্কিত। আমি চাই তুমি ভালো থাকো, সুখে থাকো। আর যদি কখনো মনে করো, আমি তোমার যোগ্য হতে পারবো, তাহলে আমি সেই সুযোগ পাবার অপেক্ষায় থাকবো।

ইতি, তোমার অনিশ্চয়তা

এই চিঠির মাধ্যমে আমি শুধু বলতে চাই, তোমার প্রতি আমার ভালোবাসা অটুট থাকবে, যদিও আমি নিজেকে তোমার যোগ্য মনে করি না। আশা করি, তুমি সবসময় সুখী থাকবে এবং আমি এই জীবনে তোমার পাশে থাকতে পারবো, এমনই একটি আশা নিয়ে আমি প্রতিনিয়ত বেঁচে থাকি।

আমাদের পরবর্তী চিঠি : সুন্দর কথা বলে অবাস্তবতায় ভাসিয়ে রাখতে চাইনা তোমাকে

Leave a Comment