আজ এই লিখা যেন কল্পনায় তোমার ইচ্ছের ছোঁয়ায়।
ইচ্ছের ছোঁয়ায়
তোমার মনের ইচ্ছের ছোঁয়ায়
আমার প্রতিটি লিখার কথা।
কল্পনায় কত ছবি আঁকি
অদ্ভুত ভালোবাসায়।
তোমার কথা ভেবে।
হয়তো কোনো এক প্রভাতে
আঁধারের পরেসূর্য ওঠার পরে
হয়েছে প্রথম দেখা।
আমি আজ পাশে এসে অবাক হয়ে
দেখছি যে শুধু তোমায়।
সবকিছুর সংজ্ঞা হারিয়ে
ভালোবেসে ফেলেছি আজ তোমায়।
আজ এই মন হারিয়ে
দূর হতে এসে তোমায় শুধু চায়।
তুমি নীল আকাশী শাড়ীতে
যেন কোথা হতে আসলে
ভালোবাসার পূর্ণতা দিতে।
আমি যেন কোথায় গেছি হারিয়ে।
এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছি তোমার চোখে।
রয়েছি এক ভাষাহীন অনুভূতির
অদ্ভুত যন্ত্রণায়।
সেই অদ্ভুত সুন্দর তুমি
রয়েছো আমার ভালোবাসায়।
আমি যে মন থেকে তোমাকে ডেকে যাই।
এই লিখা, কথাগুলো বার্তা
তুমি বুঝতে পারো কি?
বার বার লিখতে গিয়ে ছিঁড়ে ফেলা
চিঠিগুলোর কথা কি বুঝবে তুমি?
দিনশেষে সন্ধ্যায় ফিরে
মন যে খুঁজে বেড়ায় তোমারই কথা।
কতকাল হয়ে গেলো যে!
হবে কি আমাদের কখনো দেখা?
রেখে দিও মনে তোমার
আবার হবে কথা।
পরবর্তী লিখা – ভালোবেসে যাই তোমাকে