ইচ্ছে আছে সীমিত হবো। না, শুধু নিজের মাঝে নয়। থাকবে কল্পনার বাইরে এক দৃঢ় বেড়াজাল।
সেখানে সাথে থাকবে সামান্য কিছু কথা, সীমিত পরিমান বন্ধু, যাদের জন্য ভালোবাসা অসীম।
ইচ্ছে আছে সীমিত হবো
এই সীমার মাঝে শুধু আমি তাদেরকেই চিনবো। চাই না আর কেউ থাকুক। কেউ তো কারো নয়। অন্যরকম কেউ থাকলে এক অদ্ভুত অভ্যাস হয়ে যায়।
চলে গেলে এক অন্যরকম শূন্যতা এসে যায় জীবনে। চাওয়া গুলো হারিয়ে যায়।
আমার এইসব ভালোবাসা কিংবা সাময়িক মনের আবেগ একদম পছন্দ না।
আমি শূন্যতাকে ভালবেসে যাবো। কারণ না আছে কোনো দ্বিধাদ্বন্দ্ব, না আছে অনিশ্চয়তা।
এই সীমিত হবার ইচ্ছের শেষ, শুরু কিংবা মাঝের সময়টুকু কেমন যাবে কিনা জানি না। তবে ইচ্ছে পূরণের প্রতিটা মুহূর্তে নিজেকে তাদের সাথে তাদের পাশে রেখে বুঝতে চাই যারা বন্ধুত্ব বোঝে।
যদিওবা আমার চাওয়া যে অন্য কারো সাথে মিলে না। আমার ইচ্ছে যে সবার বিরক্তির কারণ। শুধু আমার স্বপ্ন যে সবার কাছে আবেগ। আমার স্বপ্নে দেখা ইচ্ছে গুলো যেন এক আকাশ কুসুম কল্পনা সবার কাছে।
তবুও স্বপ্ন সীমিত, বন্ধুও থাকবে সীমিত । কারন এত বেশী মানুষকে কি কেউ খুশি রাখতে পারে? তাই জীবনের গল্পে সীমিত পরিমান মানুষের মাঝে অসীম ভালোবাসা দিতে চাই। এতে নিজের মনের কষ্ট কিছুটা হলেও হবে সীমিত।