এসে যাও তুমি
এসে যাও তুমি অনুভূতির হয়ে।
মন থেকে ভালোবেসে যাও।
হাজারো মাইল দূর থেকে হলেও
একবারে এসে যাও আমার হতে।
কল্পনায় বসে আছি যেন দূর পাহাড়ে।
তুমি এসে যাও পাশে।
হঠাৎ করে বসে কাধে মাথা রেখে
ভালোবাসার শুরু হবে স্বস্তির নিশ্বাসে।
সন্ধ্যায় ফিরে হাজারো ভাবনায়
দূর থেকে আজও একবিশাল শূন্যতায়।
নামহীন এক সম্পর্কের
সুন্দর পরিণতির অপেক্ষায়।
সকালের বাতাসে তোমার কথা
কানে ভেসে আসে যেন বার বার।
হতে চাই দিনশেষে তোমার শ্রোতা।
সেই দিনগুলোর কথা ভুলে যেতে চাই।
হয়ে যাক এক নতুন গল্পের শুরু।
সুন্দর যতই হোক না কেন শুরুটা
হারাবার গল্পে যেন আর হয় না শেষটা।
পরবর্তী লিখা – আবেগি প্রেমের কবিতা