কারো বিভ্রান্তি হতে চাই না আমি। কাউকে দোটানায় রাখা ঠিক নয়। আর কখনো আমি চাইবো না এভাবে কেউ সাময়িকভাবে আমার জীবনে আসুক।
জীবনের প্রতিটি মুহূর্তই একেকটি নতুন অধ্যায়। কখনো সে অধ্যায়ে সুখের গল্প থাকে, আবার কখনো কষ্টের। আজকের এই চিঠিটি একজনের প্রতি আমার অনুভূতির প্রতিফলন। আমি চাই না কারো বিভ্রান্তি বা দোটানার কারণ হতে। প্রিয় ইচ্ছে, এই চিঠিটি তোমার জন্য।
কারো বিভ্রান্তি হতে চাই না আমি
প্রিয় ইচ্ছে,
তুমি তো জানোই, আমাদের মাঝে যে কিছু একটা আছে তা কতটা কঠিন এবং অনিশ্চিত। আমি সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করেছি। বলেছি, আমার ভালো লেগেছিলো একজনকে। তাকেই ভালোবেসেছি। সে তো আমার থেকে বহুদূরে, থাকে এক নদীর পাড়ে। দূর থেকে ভালোবেসেছিলাম তাকে। স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন দেখিয়েছিলাম। তবে আছে তাকে পাবার অনিশ্চয়তা। যেটা একটা সময় তার বিরক্তির কারণ হয়ে গিয়েছিলো।
তাই আমি এখন অনেক কম কথা বলি। অনেক বদলে গিয়েছি। বিরক্ত করি না। তখনই বিরক্ত করবো যখন আমরা আমাদের যোগ্য হবো, আগের থেকে মানসিকভাবে অনেক শক্ত হবো। আসলে নিজের নিকট আমি অপরাধী। আমার মন অনেক দায়ী। কেনই বা তাকে চাইলাম? কেন তাকে অনিশ্চিত ভবিষ্যৎ এর দিকে যেতে ভালোবাসার স্বপ্ন দেখলাম? এখন তাকে ধীরে ধীরে ভুলে যাবার চেষ্টা করে যাচ্ছি।
দুঃখের বার্তা
দূর থেকে এই বার্তা দিচ্ছি তোমায়। ভুলে যেও প্রিয়। সব স্বপ্নকে যে পূর্ণতা মানায় না, তা বাস্তবতা বার বার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেয়। আগে অনেক চোখের পানি ফেলতাম, তোমাকে হারিয়ে ফেলছি এই ভয়ে। তবে চোখের পানি কারো সামনে ঝরতো না। বুঝতেই দিতাম না, আমি ভেতরে ভেতরে কতটা ভেঙে গিয়েছি।
তুমি অনেকের কাছেই প্রিয়। তাদের মাঝেই যে তোমায় সবচাইতে বেশি ভালোবাসে তুমি তাকেই বেছে নিও। তবে এক্ষেত্রে ভালোবাসা পরিমাপের মানদন্ড কী হবে তা আমার জানা নেই। আমার কাউকে লাগবে না। আমি নিজে থেকে আর কাউকে খুঁজতে পারবো না। আমি ভালো থাকবো স্বপ্নকে নিয়ে। আমার স্বপ্ন কী তা হয়তো তুমি জানো!
ভবিষ্যতের সম্ভাবনা
হয়তোবা একসময় তুমি একজনের হয়ে যাবে, আর আমি আরেকজনের। তুমি হয়ত যখন একজনের জন্য চা বানাবে, আমি তখন হয়তোবা অফিসে যাবার আগে আরেকজনের হাতে বানানো চা এর অপেক্ষায় থাকবো। বাস্তবতা মেনে নিয়ে বেঁচে থাকবো বাকিটা জীবন অন্যের হয়ে। তবে তাকে ভালোবাসবে। আমিও আমার জীবনে যদি কেউ আসে তাকে ভালোবাসবো। নতুন করে বাঁচতে শিখবো।
পরিশেষে একটি কথাই বলবো—নিজে এবং তাকে ভালো রেখো। এভাবেই ভুলে থেকো। এভাবেই ভুলে যেও। আর কখনো কারো বিভ্রান্তি হতে চাই না আমি তোমার কাছে কিংবা অন্য কারোর কাছে।
ইতি, তোমার অনিশ্চয়তা
সমাপ্তি
জীবন এক অদ্ভুত পথচলা। কখনো তা সুগম হয়, আবার কখনো কণ্টকাকীর্ণ। আমরা যখন প্রিয়জনকে হারিয়ে ফেলি, তখন সেই যন্ত্রণার ভার বহন করাটা সত্যিই কঠিন। তবে বাস্তবতা মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই আমাদের করণীয়। এই চিঠির মাধ্যমে আমি শুধু বলতে চাই, জীবনের প্রতিটি ধাপেই আমাদের সতর্ক থাকতে হবে, যেন আমরা কারো বিভ্রান্তি বা দোটানার কারণ না হই। আমরা সবাই নিজের জীবনকে সুন্দর করে গড়ে তুলবো এবং অন্যের জীবনেও সুখের বার্তা আনবো।
পরবর্তী চিঠি: প্রিয় মানুষ কে নিয়ে কিছু কথা