মাঝে মাঝে মনে হয় আমি আমার গন্তব্যের অনেক কাছে চলে এসেছি। আবার গন্তব্যে এসে যেতেও পারি।
কিন্তু বাস্তবতা এবং আশেপাশের সবার ইচ্ছের কারনে নিজের স্বপ্ন থেকে নিজেকে দূরে সরিয়েই রাখতে হচ্ছে।
মনে হয় আমি আমার গন্তব্যের অনেক কাছে
মনে হয় আমি আমার গন্তব্যের অনেক কাছে। আর একটু সময় পর, আর একটু দুরুত্বের পর আমি পৌঁছে যাবো। কিন্তু সব ই কেন যেন মরীচিকা। যা দূরে দেখলাম পৌঁছে দেখি আমি তা আমার থেকে আরো দূরে, অথবা সেখানে নেই। আমি তার থেকে অনেক দূরে। বার বার তার কাছে গিয়েও কেন যেনো তার থেকে দূরে থাকতে হচ্ছে।
তবুও মনে হয় আমি আমার গন্তব্যের অনেক কাছে এজন্যই এমন হচ্ছে। একদিন না একদিন তো মেঘ কেটে যাবে, প্রত্যেকেই একটি গন্তব্যে পৌঁছে যাবে। সেটি হয় তার মনের ইচ্ছের গন্তব্য না হয় অন্য কোনো গন্তব্য যা সে চায় নি। তবুও সে তখন বন্দি। আরেকজনের বাকিটা জীবনের দায়িত্ব নিয়ে নিতে হবে। তাকে ভালো রাখতেই হবে। কারণ যে আসলো তার এটি অধিকার। আর তখন সে হবে স্বপ্ন। তাকে পাশে রেখেই দিনের শুরু এবং সমাপ্তি।
তবে এমন হতে পারে যে এখন সঠিক সময় নয় আমাদের দেখা হবার। আর একটু ধৈর্য রাখলেই হয়তোবা আমরা এক হয়ে বাকিটা পথ চলতে পারবো একসাথে। এমন হবে এটাই আশা করি।