এক অপরূপ সেই মানুষটি। যাকে কখনো বলতে গিয়েও বলা হয়নি তাকে কতটা ভালোবাসি। আজ তার উদ্দেশ্যেই এই না বলা ভালোবাসার চিঠি।
ভালোবাসার মানুষটিকে ভালোবাসার কথা বলতে না পারার অনুভূতিটা কেমন কষ্টের তা যে সত্যিই ভালবাসে সেই কেবল বুঝতে পারবে।
না বলা ভালোবাসার চিঠি
প্রিয়
আমি জানিনা তুমি আমাকে তোমার মনে রাখবে কিনা। এই লিখা পাবার পরে তুমি আমার সাথে আর যোগাযোগ করবে কিনা।
আমি ভাষা হারিয়ে ফেলছি। শব্দগুলো আমার মাথায় আসে না। তবুও আমি সহজ ভাষায় মন থেকে লিখছি। হয়তোবা জীবনের এই অনুভূতিগুলো বলা বা লিখা অনেক কঠিন।
ভালোবাসি তোমাকে। আমি অনেক দিন ধরে বলতে চেয়েও বলি নি, যদি তুমি আমাকে মেনে না নেও, যদি ছেড়ে চলে যাও, তাহলে কিভাবে আমি ভালো থাকবো? তোমাকে হারাতে চাই না। সবসময় তোমাকে পাশে চাই।
পাশে তোমার উপস্থিতি আমার ভালো থাকার কারণ। সেই মুহূর্তের আনন্দ আমি কিভাবে বলে বোঝাবো ঠিক বুঝতে পারছি না।
যে আমার প্রতিটি সুখ দুঃখে দূর থেকে পাশে ছিল তাকে আমি সবসময়ই পাশে চাই।
জানিনা এই লিখা পড়ে তুমি কী অনুভব করবে।
তোমাকে হারানোর ভয় করি আমি। হঠাৎ মনে হয় প্রায়ই তুমি যদি আমার না হও? যদি অন্য কারোর হয়ে যাও? আমি কিভাবে নিজেকে ঠিক রাখবো? কিভাবে মেনে নিবো? তাই বলে দিলাম আজ আমার মনে রয়ে যাওয়া সেই তোমাকে নিয়ে ভাবনা।
আমি পূর্ণতা দিতে চাই তোমার জীবনকে। তুমি আমার থেকে অনেক দূরে। কিন্তু প্রতিনিয়ত মনে হয় তুমি আমার মনের অনেক কাছে। তুমি কি আমাকে জীবনের সেই স্বপ্নের মানুষ হিসেবে মনে করো?
আমি মুখে বলতে ব্যর্থ হয়েছি। তাই লিখে পাঠালাম। যদি আমাকে তোমার মনের সেই মানুষ হিসেবে ভাবো তাহলে লিখে পাঠিও। আমি তোমার উত্তর এর অপেক্ষায় রইলাম। আমি তোমার যে কোনো উত্তরকে মেনে নিতে পারবো। কারণ তোমার প্রতিটি ভাবনা, চিন্তা ও ইচ্ছে কে আমি সম্মান জানাই। কিন্তু নীরব থেকো না। তোমার নীরবতা আমাকে অনেক কষ্ট দেয়।
আমি জানিনা তোমার উত্তরের পরে আমি কেমন থাকবো। তবে আমি মনের মাঝে থাকা ইচ্ছের কথা আর ধরে রাখতে চাই নি।
ইতি
তোমার এক শুভাকাঙ্ক্ষী, যে কিনা তোমার চোখের মাঝে হারিয়ে গিয়েছে
পরবর্তী লিখা – আবেগী প্রেমের চিঠি