সময়ের সাথে নিজেকে পরিবর্তন করে নিতে হয়। আমরা অনেকেই সহজে এই পরিবর্তন হয়ে যাওয়া মেনে নিতে পারি না।
মাঝে মাঝে তবে মনে হয়, যদি সবকিছু পারফেক্ট হতো তাহলে জীবনে এতো ব্যাস্ততা থাকতো না। সবকিছু মনের মতো না হলে নতুন কিছু অর্জন করার জন্য এতো ব্যাকুলতা থাকতো না।
শখের কাজে আনন্দ
নিজের মনের মতো করে পছন্দের কাজগুলো করে ফেলার জন্য অনেক সময় পেতাম। ছোট ছোট সখের কাজে কিছু ব্যর্থতা থাকলেও আনন্দ থাকে। সখের কাজ করার জন্য কোনো চাপ থাকে না। নিজের যখন মন হয়, সুযোগ থাকে তখন এই কাজগুলো করে অনেক আনন্দ পাওয়া যায়।
আরও পড়ুন- হারিয়ে আছি কোনো এক অজানায়
সময়ের সাথে নিজেকে পরিবর্তন
সময়ের সাথে নিজেকে পরিবর্তন করে ফেলা কি এতটাই সহজ হবে? কারণ অনেক কিছু মেনে নেয়ার পিছুটান রয়ে যাবে। নিজেকে প্রশ্ন করি যে, আমি কি জীবনের নীরব মুহূর্তগুলোতে একাকী কাটাতে শিখতে পারবো? বুঝতে পারবো কি অতীত জীবনের ভুল এবং সঠিক সিদ্ধান্ত কি কি ছিল? কীভাবে বুঝতে পারবো যে জীবনের অতীতের ভুলগুলো ভবিষ্যৎ এ আমি আর কখনও করবো না?
ভালো এবং খারাপ দিক জাস্টিফাই
আসলে ভালো এবং খারাপ দিক জাস্টিফাই করার কথা বলা খুব সহজ। কিন্তু সহজে কি বুঝতে পারা যায় সব দিক গুলোর আসল রুপ ?
যেগুলো অনেকে বলবে, আরে এগুলো তো কোনো অপরাধ না। কিন্তু এটাই বাস্তব যে নিজে জেনে অজান্তে অনেক বড় ভুল বা অপরাধ হয়ে যেতে পারে এই ছোট ছোট ভুল বা অপরাধ থেকে।
অনেক চিন্তার পরে এই প্রশ্নগুলোর কিছু উত্তর পাই। যেমন, যেসব বিষয়ের জন্য জীবনের যুদ্ধে আমি বার বার কষ্ট পেয়েছি, সামনে সেসব থেকে নিজেকে দুরে রাখার অভ্যাস গড়ে তুলবো।
হঠাৎ করেই কোনো সিদ্ধান্ত নিবো না
হঠাৎ করেই কোনো সিদ্ধান্ত নিবো না। তখন হবে না এমন কোনো অপরাধ যা আমাকে লজ্জায় ফেলে দিবে। হবে না এমন কোনো ভুল যাতে মনে হবে অপরাধী শুধু আমি নিজের কাছে না।
নিজের ভুল নিজের নিকট স্বীকার করতে হবে। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে কখনও এমন কোনো ভুল না হয়; যা একসময় বড় অপরাধ হয়ে যায়। ছোটদের সঠিক শিক্ষা, বড়দের সম্মান করতে শিখা আমাদের বর্তমান সমাজের জন্য খুব জরুরী।
ভালো হয়ে যেতে কারো ক্ষেত্রে সময় লাগে অনেক বেশী, কেউ ভুল থেকে অনেক বড় শিক্ষা পায় যা তাকে বুঝিয়ে ফেলে অনেক স্বল্প সময়ের মধ্যেই।
সময়ে যাবে সময়ের মতো
সময়ে যাবে সময়ের মতো। আমার এখনই নিজেকে পরিবর্তন করতে হবে এমনটা কিন্তু না। মনকে পরিবর্তন করে, চিন্তাধারা বদলাতে হবে তখনই যখন জীবনে পরিবর্তন প্রয়োজন হয়ে যায়। বুঝতে হবে যে এটি পরাজয় না। সবার মনের পাথর হয়ে থাকার চাইতে সবার জীবনের ভালোর জন্য কঠিন সিদ্ধান্ত নিয়ে নেয়া ভালো। যা হবে জীবনের নতুন ধাপের শুরু।
এতদিন আমি আসলে হেরে এসেছি। এখন থেকেই আমার জয়ের জন্যে মনের বিরুদ্ধে লড়াই শুরু। কারন মন বলবে “তুমি আবার ভুল করো।” কিন্তু এবার আমি যাবো না মনের পথে। কারন আমার মন আমার ভুলের জন্যে দায়ী। মনকে শিক্ষা দেয়ার জন্যেই যাবো নিজের মনের বিরুদ্ধে।
এভাবেই হয়তোবা সময়ের সাথে নিজেকে পরিবর্তন করে নিতে পারবো। কারণ বুঝে গিয়েছি যে, কেউ কারোর জন্য থাকে না।