জীবনটা সুন্দর প্রিয় মানুষ সাথে থাকলে। কিন্তুু কিছু মানুষ তা বুঝতে পারে যখন সেই মানুষ গুলো হারিয়ে যায়।
তাই বলবো, প্রিয় মানুষ থাকতে মুল্য দিও। সুখ-দুঃখ নিয়েই জীবন পার করতে হয় এই বলে ছেড়ে যাওয়ার এমন সিদ্ধান্ত কখনো নেওয়া ঠিক নয়!
প্রিয় মানুষ সাথে থাকলে
প্রিয় মানুষ সাথে থাকলে মনে হয় জীবনের এই কঠিন একাকী এগিয়ে যাবার সময়ে একজনকে ছায়ার মতো পাওয়া যেত। সে হয়তো সব ঠিক করে দিতে পারতো না। কিন্তু তার উপস্থিতি, কিছু কথা সবকিছুকে সহজে মেনে নিতে সাহায্য করতো হয়তো।
যখন তুমি ভাবো কোন একজন তোমার জীবনে এসে তোমার দুনিয়াটিকে সাজিয়ে দেবে মনের মতো করে, তখনই তুমি হেরে গিয়েছো নিজের কাছে। আসলে কেউ কারোর জীবন সুন্দর করতে পারেনা, অন্য কেউ আমাদের জীবন সেভাবেই গোছাতে পারেনা, জীবনটা ততোদিন ভাঙাচোরাই থেকে যায়, যতদিন না আমরা নিজেরাই তাকে গোছানোর প্রচেষ্টা করি।
তবে এমন পরিচয় না হোক যা শুধু এক ভালো লাগা, ভালোবাসা নয়। এমন মানুষ জীবনে না আসুক যে কিনা মনের মতো না হলেও মনের কথা বুঝতে পারে। ভালো লাগা, খারাপ লাগা সব মেনে নিয়ে চলতে পারে। এমন পরিচয় না হোক যা সবার বিরক্তির কারণ।
গোটা জীবন নিঃসঙ্গতায় কাটুক, তবুও কোনো ভুল মানুষ জীবনে না আসুক! আবেগ যার যত বেশি সে তত কষ্ট পায় বেশি।
মানুষের ভিড়ে আর কোলাহলের মার্কেটে রাগ-অভিমান-তিক্ততার লেনাদেনার হিসেব শেষে নির্জনতায় ডুব দিয়ে বুঝেছি, একাকীত্বের চেয়ে বড় শান্তি কোথাও নেই।
আরও পড়ুন – কিছু মানুষের স্বপ্ন