এই ব্যর্থ ভালোবাসার স্ট্যাটাস অনেক ভাবনার মাঝে জড়িয়ে আছে। লিখে রাখা সকল শব্দের বাস্তবে পূর্ণতা পাওয়া হয় না।
ব্যর্থ ভালোবাসার স্ট্যাটাস
ভালোবাসার স্বপ্নগুলো ভুলে যাওয়া যায় কি। স্বপ্নভঙ্গের সাথে যে জড়িয়ে রয়েছে দুজনেরই ভাবনা। কেন যে ব্যর্থ ভালোবাসার দিনগুলোর কথা একেক মুহূর্তে একেক কারনে মনে পরে জানিনা। কাগজের প্রতিটি লাইনে লিখে রাখা কথার মাঝে যে সে ই রয়ে আছে।
তাকে হারিয়েছি। তবে অন্য কারোর হয়ে যাবো ভেবে হারাইনি। নিজের প্রতি ভালোবাসা রেখে বেঁচে রয়েছি।
আগে এমন ছিল না কিছুই।
এ কি শুধুই আমার অযথা চিন্তা? বার বার তার কথা ভেবে তাকে সার্চ করে আইডি টা দেখা, ব্লক দিয়ে দিলো কিনা এই ভেবে বুকের মাঝে হঠাৎ করে ওঠা এক ব্যথা।
সে কি আমার জীবনের গল্পের হারিয়ে যাওয়া এক পাতা? নাকি ছিঁড়েও থেকে যাওয়া এক অদ্ভুত গল্পের পাতা?
এখনো বন্ধুদের তালিকায় তার নাম দেখে একটু স্বস্তি পাওয়া।
নিজের অজান্তে ভাবনার মাঝে হারিয়ে আমি লিখে রাখি কত কথা। যেসব মনের অনুভূতি কারো বোধগম্য নয় কিভাবে তা প্রকাশ করি? আমি একলা থাকতে অনেক ভালোবাসি এখন। এমন কারো কাছের না হই যাকে আজীবন না কাছে রাখতে পারি।
আমি বদলে যাওয়া এক নতুন কেউ কিনা তা আমি জানিনা। তবে প্রতিনিয়ত আমি বদলে যাবার চেষ্টা করি। নিজেকে কখনো জিজ্ঞাসা করি না যে, “আমি আগে কেমন ছিলাম?” আর, “এখন কেমন আছি?”
কথা দিয়ে কথা রাখতে না পারার অনুভূতি আমি কিছুটা হলেও বুঝি। আমি কথা দিয়েছিলাম অন্য কাউকে নয়, নিজেকেই। আমি চেষ্টা করার যোগ্যতা রাখি কিনা জানিনা। নিজেকে অনেক ভীত মনে হয়। আমার চেষ্টা করা যদি অন্য কারো কষ্টের কারণ হয় তা আমি মেনে নিতে পারব না। আমার মনের স্বপ্ন কে পূরণ করার চেষ্টা না করার কারণে যে কষ্ট আমি পেয়েছি হয়তোবা কোন একদিন তা আমি মানিয়ে নিতে পারবো। কিন্তু যদি কেউ আমার দ্বারা কষ্ট পেয়ে আজীবন মনে মনে আমাকে খারাপের চোখে দেখে তাহলে তা আমি মেনে নিতে পারব না।
আমি হারিয়ে থাকি এক অদ্ভুত অজানায় বহুদূরে। নিজের জন্যই তো আমি এমন হয়েছি ধীরে ধীরে। আমার প্রতিটি লিখা আমার জীবনের ছোঁয়ায় কিনা জানিনা। হয়তোবা কিছুটা উপলব্ধি, কিছুটা জীবনের ছোঁয়া। আমি জানিনা এভাবে আর কতদিন পাথর হয়ে রইবো। আমি অজান্তে হঠাৎ করে চোখে জলের উপস্থিতি টের পাই। অনেক খারাপ লাগে। আমি কেন এত পাথর হয়ে রয়েছি। কেন মেনে নিতে পারি না যা এখনও হয়নি তা ভেবে নিয়ে বসে থাকা যাবে না। যদি তা হতো তাহলে এতদিনে হয়েই যেত।
আমার হঠাৎ করে মন খারাপ হয়ে যায় কেন? কেন এই ভেবে খুব খারাপ লাগে যে আমি তো তার কখনোই হব না? তার মনের গল্পের পর্বে আমার অস্তিত্ব আর নেই। তাকে আপন করে চাইবার মত শক্তি মনের মাঝে আর নেই। তার প্রতি শ্রদ্ধা রইবে আমার অবিরাম। তাকে আমি কতটা অনুভব করতাম তা হয়তো সে জানতে পারবে না। কারণ তার আর আমার কখনো তো দেখাই হয়নি, আর হবেও না।
সেজন্যই হয়তোবা আমি নতুন কিছু ভাবতে পারি না। কারণ আজও তাকে আমি অনুভব করে চলেছি। সে অদ্ভুত। অনেকে বলে, তাকে নাকি আমার সাথে মানায় না। কিন্তু আমি বলি, যদি সে আমার সাথে শেষ অব্দি থেকে যায়, সেভাবে যেভাবে একে অপরকে ভালো রেখে ভালো থাকা যায় তাহলে আমরা একে অপরের জন্য পারফেক্ট না হলেও তো ভালো থাকবো? কিন্তু এটি বুঝতে পারার সাধ্য হয়তোবা কারোর নেই।
আসলে যা কখনো হয়নি তা নিয়ে ভাবনা বড়ই অদ্ভুত। মাঝে মাঝে যা হয়নি তা নিয়ে ভেবে মনে মনে বলি “তেমন যদি হতো তবে তা কেমন হতো?”
এই ভেবে মুচকি হেসে দেই। কারণ, তখন তা অনেক আনন্দের অনুভূতি দেয়।
আবার যখন মনে হয় “যা ভেবেছিলাম, তা হয়নি কেন?” এইভাবে মন খারাপ হয়। আক্ষেপের কষ্টে নিজেকে অনেক একা মনে হয়।
আমিও না আজকাল কেমন যেন হয়ে যাচ্ছি। যে বা যাদের প্রতি আমার আশা, তারা তো কখনোই বোঝেনি আমার মনের ভাষা। আমার বাস্তব জীবনে ভালো থাকার অভিনয়কে তারা বিশ্বাস করে নিয়েছে।
এভাবেই তো চলছে জীবন। ভালো রেখে, কথা দিতে না পারবার আক্ষেপ নিয়ে।
পরবর্তী লিখা – ছেলেদের ইমোশনাল স্ট্যাটাস