মনের অনুভূতি বড়ই অদ্ভুত হয়। কখনো সুখের কিংবা কখনো দুঃখের গল্পে মিলিয়ে রয়। ভালোলাগার অনুভূতি যেন মনের মাঝে অস্থিরতা।
কেমন এক অদ্ভুত স্থবিরতা সেই ভালোলাগাকে ঘিরে। কল্পনায় ভেবে হঠাৎ হাসিতে মনে খুশির ছোঁয়া। সেই ভাবনা থেকেই এই ছোট কবিতার চেষ্টা।
মনের অনুভূতি কবিতা
মনের অনুভূতি
খেলছে যে লুকোচুরি।
বুঝতে দেয় নি কখনো
ভুলেনি সে যে এখনও।
যেন ভালোবাসার পূর্ণতার
স্মৃতির পাতার সেই কথাগুলো
হঠাৎ দেখা দিয়ে যায়।
মন যেন সেই দিনগুলো
আবার ফিরে পেতে চায়।
হাজারো দিন ধরে আছি তো এমন।
ইচ্ছেগুলো হলো না আপন।
এক দৃষ্টিতে ভেবে যাই আমি
ওই দূর আকাশে তাকিয়ে।
কেন জানিনা আজও ভেবে
তোমায় হারিয়ে যাই কল্পনাতে।
দূর থেকে আমি তোমারই পথে
ডাকবো তোমায় হঠাৎ এসে।
তোমার হাতে হাতটি রেখে
ভালোবেসে থাকবো পাশে।
আমি যেন ছায়া হয়ে
থাকবো যে তোমারই হয়ে।
আবছা আলোয় রাঙিয়ে তুমি
রেখেছো এক অদ্ভুত মায়ায়।
স্বপ্নে আমি রাখি লিখে
তোমায় পাতায় পাতায়।
মনে রয়েছে কিছু কথা।
যা রয়েছে শুধু তোমায় ঘিরে।
তোমার মোহে যেন ভেবে আমি
হারিয়ে আছি কোন এক অজানাতে।
আজ লিখছি মনের সুখে।
যেই লিখা শুধু তোমায় ঘিরে।
আজকাল যেন মনের মাঝে
বইছে এক অদ্ভূত হিমেল হাওয়া।
সেই হাওয়াতে যেন তোমারই কাছে
এই মনেরই ভেসে যাওয়া।
আমি কখনো ভুলতে পারিনা
সেই সুন্দর দিনগুলোর স্মৃতি।
স্মৃতিগুলো ডাকছে তোমায়।
কবে ফিরে দেখা দিবে তুমি?
পরবর্তী কবিতা – স্বপ্নে বাঁধা প্রণয়