মনের কষ্টের স্ট্যাটাস

আজ আমরা লিখে রাখছি কিছু মনের কষ্টের স্ট্যাটাস। জীবনের কষ্টের গল্প, কারণ ও প্রেক্ষাপট সবার ক্ষেত্রে এক হয় না।

মনের কষ্টের স্ট্যাটাস

  • যখন আপনার জীবনের ইচ্ছেগুলোর উৎস হারিয়ে যায় তখন আপনার মন ইচ্ছেগুলোকে আর পূর্ণতা দিতে চাইবে না।
  • কোনো কিছুই আর ভালো লাগে না। নতুন করে কিছু ভাবতে ইচ্ছা হয় না। কিছু বিষয় জীবন থেকে হারিয়ে ফেলার ভয় থেকে হারিয়ে ফেলার পর থেকে সবকিছু স্তব্ধ হয়ে গিয়েছে।
  • অনেকেই খোঁজ নেয়। অনেকের সাথেই কথা হয়। কিন্তু সেই দিনগুলোতে একজনের সাথে কথোপকোথন এর মুহূর্তগুলোর মতো আর কোনো সুন্দর অনুভূতি আর হয়নি।
  • আমি কত দেখেছি, অনেকের অজান্তে কতই না চোখের পানি ফেলেছি। কিন্তু তাতেও শূন্যতা ছাড়া আর কিছু পাই নি।
  • মন খারাপ হলে অন্য কাউকে বুঝতে দেই না আর। কারণ পাশে দাড়িয়ে কাঁধে হাত রেখে কথা শুনে কে বন্ধু হিসেবে থাকে? কাউকেই যে বিশ্বাস করা যায় না। যদি সে ঠাট্টার ছলেই কষ্ট দেয় তাও তো মন খারাপ হবে। কারণ মন খারাপের কারণ তো সবাই জানবে না।
  • বন্ধুর জীবনে বিশেষ কেউ আসলে বন্ধুত্ত্ব থাকলেও বন্ধুত্ত্ব এর সংজ্ঞা অন্যরকম হয়ে যায়। প্রয়োজন ছাড়া বার্তা পাঠানোর দিনগুলো হারিয়ে যায়।
  • আমরা অন্যের ভুল হয়তো একদিন না একদিন ক্ষমা করে দিবো। তবে নিজে কখনো কোনো ভুল করে থাকলে সেই ভুলের কষ্ট সহ্য করা কঠিন হয়ে যায়। তবে যত দিন যাবে, নিজেকে বদলাতে হবে।
  • একটা স্বপ্নের পূর্ণতার জন্য কত কষ্ট করে যাই। বার বার ব্যর্থতার, প্রত্যাখ্যাত হয়ে চেষ্টা করার ইচ্ছাটাই শেষ হয়ে যায়। মনে হয় কেন সময় দিলাম স্বপ্নের পেছনে? কেন অন্যদের পথ অনুসরণ করলাম না? কেন নিজের মতো করে কিছু করার প্রতিশ্রুতি দিয়েছি নিজেকে? কোনো উত্তর পাই না এই প্রশ্নগুলোর।

এই ছিল কিছু মনের কষ্টের স্ট্যাটাস। তবে একটা বিষয় মনে রাখা উচিত। জীবনের প্রতিটি মুহূর্তে এমন কিছু হতে পারে যার অনুভূতির প্রকাশ এক অন্যরকম অর্থ নিয়ে আসবে।

পরবর্তী লিখা – দূর থেকে ভালোবাসার মেসেজ

Leave a Comment