‘তুমি তো কতো ম্যাচিওর, কতো বোঝো, কত স্ট্রং, কত কিছু সহ্য করতে পারো। তোমার এরকম করে ভেঙে পড়া মানায়?’ – প্রশ্নটার উত্তরে বারংবার আমি তীব্র আর্তনাদ লুকিয়ে রেখেছি বুকের ভিতর।
চিৎকার করে বলতে চেয়েছি আমি চাই না প্রতিবার ম্যাচিওরিটির বোঝা বইতে, চাই না সবসময় সবারটা বুঝতে, চাই না সমস্ত দুঃখ-কষ্ট-না পাওয়াগুলোকে হাসি মুখে গি”লে নিতে।
ভালো লাগে না সবসময় স্ট্রং হয়ে থাকতে। কষ্ট আমারও হয়, ভেঙে আমিও পড়ি, হাউহাউ করে কান্না আমারও আসে।
আরও পড়ুন: হারায় যখন কিছু