বাকিদের মতো যে আমিও চাই জীবনে তেমন কেউ আসুক যে আমাকে বুঝবে। আমি যেন তাকেও বুঝতে পারি। না হলে তাকে কিভাবে ভালো রাখবো নিজেদের?
যে আমাকে বুঝবে
সে কি তেমন কেউ হবে যে আমাকে বুঝবে? তার উপস্থিতি কি আমার ভালো লাগার কারণ হবে? তার চোখে চোখ রেখে ভালোবাসার প্রকৃত অর্থ কি আমার মনে বারবার অনুভূত হবে?
আমি ভালো রাখতে ভালোবাসবো। সে ভালো থাকলে সবার মুখে হাসি রাখলে সেটাই তো হবে আমার পূর্ণতা। মাঝে মাঝে ভাবি আমার এই চাওয়া গুলো অনেক বড়। বর্তমানে কি কেউ এত কিছু পায়? জানিনা আমার প্রাপ্তি কতটুকু হবে।
মন থেকে সম্মান সবসময় থাকবে। কারণ সবকিছু নিয়ে সে পরিবারকে আগলে রাখবে। ছায়া হয়ে না হয় তাকে সঙ্গ দিয়ে যাবো।
তার রাগ হবে হয়তো। আমি জানিনা ভাঙ্গতে পারবো কিনা। তবে তার রেগে থাকা আমার ভালো লাগবে না। তার রাগ ভাঙ্গানোর আগের প্রতিটি মুহূর্ত আমাকে কষ্ট দিবে। আমি এমনই। আমি কথা না বলে, সবকিছু ঠিক না রেখে একদমই ভালো থাকতে পারি না।
কারো থেকে একবার ধোঁকা পেলে তার থেকে অনেক দূরে সরে যাই। দ্বিতীয় বার তাকে সুযোগ দিতে মন সায় দেয় না। নিজে কাউকে কষ্ট দিলে নিজে তার থেকে দ্বিতীয় বার সুযোগ এর আশা আমিও রাখি না। কারণ ভুল তো আমার। আমি তার বিশ্বাস এর মর্যাদা রাখতে পারি নি।
এতে অনেকের কাছে আমাকে দূর্বল বলে মনে হলেও আমি পারবো না।
আমি অল্পতে অভিমান করি। মাঝে মাঝে সবকিছুকে সিরিয়াসলি নিয়ে নেই। কেউ মজা করলো না সত্যি বললো মাঝে মাঝেই বুঝতে পারি না।
যদি এমন কিছু করো যা আমাকে কষ্ট দেয় তাহলে হয়তোবা আমি তোমাকে এড়িয়েও চলতে পারি। হয়তো নিজ থেকে কথা বলবো না। শুধু উত্তর দিবো। জানিনা তুমি বুঝবে কিনা। কিন্তু আমি ঝগড়া করে নীরবে কষ্ট পাওয়া সহ্য করতে পারবো না।
আমি হয়তো অন্যরকম। আমার কথা অনেকে ঠিকমত বুঝতে পারে না। অনেক সময় মনে করে কথার মাঝে রয়েছে অনেক রাগ। কিন্তু আমি আসলে ঠিকভাবে বলতে পারি না। আমার আবদার, চাওয়া সবার নিকট যেন বেয়াদবির মত হয়ে যায়।
মাঝে মাঝে মনে হয় আমার মত জটিল মনের, অতিরিক্ত চিন্তা করে এমন মানুষের সাথে কিভাবে কেউ মানিয়ে নিবে? আগে এত কিছু ভাবতাম না। কিন্তু নিজেকে যখন কিছুটা বোঝার চেষ্টা করলাম তখন মনে হয় আসলেই আমি নিজের কাছে পারফেক্ট নই।
আমি নিজেকে বিভিন্ন দিক দিয়ে অনেক ভাবে পরিবর্তন এর চেষ্টা করছি। তবে ইচ্ছে ছিল জীবনে এমন কেউ আসবে যে কিনা সেই আমাকেই ভালবাসবে যেই আমি বর্তমানে আছি। মন থেকে যে আমাকে বুঝবে তার জন্য থাকবে আমার ভালোবাসার প্রতিটি ছাপ।
আরও পড়ুন- সময়ের অপেক্ষায় আছি