রাখতে চাইনা এখন তোমায় কোনো প্রশ্নে৷ মাঝে মাঝে মনে হতো তুমি তো নও আমার সেই তুমি৷ বুঝতে পারিনি তোমায়৷
মন হারিয়ে ফেলেছে সেই দিনগুলির কিছু ভালবাসার কথা৷
রাখতে চাইনা এখন তোমায় কোনো প্রশ্নে
তারপর ও মনে হয় আসলেই কি ভালবাসা? যেখানে মন ভেঙে গিয়েছে তা জোড়া লেগে আবার শুরু হয়?
অবহেলা পেতে পেতে ভেঙে গিয়েছিলাম৷ আবার জোড়া লেগে যদি আগের মতও হয় সব তবুও কি পাবে তুমি সেই আগের আমাকে?
এই অনিশ্চয়তায়, অপেক্ষায় আর কত থাকবো এবং রাখবো সেটি ভাবা আমার জন্যে অনেক অনেক কঠিন। আগে ভাবতাম না। সব যেনো অনেক সহজভাবে নিতাম।
ঠিক একদিন যেভাবে তুমি প্রশ্নটি তুলেছিলে ঠিক তখন থেকে সেই প্রশ্নটিই যেনো আমায় ঘিরে ফেলেছিলো৷ সেই প্রশ্ন থেকে আরো প্রশ্ন ৷ সবগুলির কোনো সঠিক উত্তর পাই নি প্রিয়৷ যেটির পেয়েছি সেটি থেকেও অনেক প্রশ্ন তৈরি হয়েছে।
আসলে যেখানে ভালবাসার মাঝে চলে আসে প্রশ্ন সেখানে কী ভালবাসা থাকতে পারে?
আসলে সব ভালবাসা প্রশ্নহীন হয় না৷ প্রশ্ন কে হারিয়ে দিতে হয়।
হয়তো ভালবাসা সকল প্রশ্নের মাঝেও থাকতে পারে, নিরবে অপেক্ষা করে ৷ সময় আসলে ভালবাসা তার পরিনতী পেয়ে যায়৷ ইচ্ছে পূর্ণতা পাক কিংবা হারিয়ে যাক অচিনে৷ তবুও তা হয়তো বা হবে এক প্রশান্তি৷ শেষ প্রশ্নটির উত্তর তো আসবে৷ এজন্যেই রাখতে চাইনা এখন তোমায় কোনো প্রশ্নে৷
জানিনা এই পরিবর্তন কেমন। তবে ভালো থাকার এবং ভালো রাখার এক স্বল্প ইচ্ছের প্রতিফলন।