প্রিয় মানুষের রাগ ভাঙ্গানোর চিঠি

অন্যরকম কিছু লিখছি। আজকের লিখা প্রিয় মানুষকে উদ্দেশ্য করে লিখা “রাগ ভাঙ্গানোর চিঠি”।

রাগ ভাঙ্গানোর চিঠি

প্রিয়

আশা করি তুমি ভালো আছো। আমি এই চিঠিটি তোমার সাথে ভালোবাসা এবং সুন্দর অনুভূতির স্মৃতি নিয়ে লিখছি।

আসলে এই একটি চিঠি তোমার মনে থাকা আমার প্রতি থাকা ক্ষোভ দূর করতে পারবে কিনা জানি না। তারপরও লিখছি। জানিনা তুমি পড়বে নাকি ছিঁড়ে ফেলে দিবে এই চিঠি।

কত কাল তোমার সাথে আমার কথা নেই। তুমি হয়তো ভেবেছ আমি দিব্যি অনেক ভালো আছি। আমার কোন কষ্ট নেই। আমি আর কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করি না। আমার মুখের হাসি যেন আমার ভালো থাকার প্রমাণ।

কিন্তু তুমি হয়তো জানো, আমি কষ্টের মাঝে থেকেও মুচকি হাসি দিয়ে সবকিছু মেনে নিয়ে চলতে চেষ্টা করি, যেটা হয়তো তুমি আমার চাইতে অনেক বেশি ভালো পারো বলে আমি জানি।

আমি অনেকভাবে তোমাকে ভুলতে চেষ্টা করেছি। কিন্তু একটুও পারি নি।

কী করবো বলে দেও। আমি যে মানসিকভাবে ভেঙ্গে পড়ছি। কেউ জানে না আমি ভেতরে ভেতরে কতটা কষ্ট পেয়ে যাচ্ছি।

এই শূন্যতার সময়ে, আমি বুঝতে পেরেছি যে তুমি ছাড়া আমার কাছে কিছুই ঠিক থাকে না। আমি নিজেকে হারিয়ে ফেলেছি। আমি বুঝি, ভালোবাসার প্রকৃত অনুভূতি বুঝে উঠতে বেশ কিছু সময় চলে গিয়েছে, এবং তার জন্য আমি ক্ষমা চাই। ভালো তোমাকে ভালো রাখতে তোমাকে অনেক ভালবাসবো। কারণ তোমাকে ভালো থাকতে দেখলে, তোমার বাঁকা দাঁতের অদ্ভুত হাসি, কাজল কালো চোখের তৃপ্তি দেখলে আমি নিজেকে পূর্ণ মনে করি।

তুমি আমার কত ভুল ক্ষমা করে দিয়েছো। যদি তোমার হৃদয়ে আজও আমার জন্য বিন্দু মাত্র জায়গা থেকে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। আমি অনুতপ্ত।

আমি চাইছি আমাদের মাঝে থাকা রাগ এবং কঠোরতা এর জন্য যেই কষ্টগুলো পেয়েছি তা যেন আমরা ভুলে যাই। তুমি আমার জীবনে অমূল্য একটি অংশ, এবং তোমাকে আমি হারাতে চাই না।

তোমার সাথে ভালোবাসা এবং সমঝোতা ভরা জীবন খুব সুন্দর হবে। আমরা সব মানিয়ে নিতে পারবো।

এই চিঠি তোমার আমার নতুন দিনের শুরুর পথিকৃৎ হয়ে যাক। ভালো রেখো প্রিয়, আমি তোমাকে ভালোবেসে ভালো রেখে যাবো। ফিরে আসো একটি বারের জন্য। ছেড়ে যাবো না আর কখনও।

ইতি

তোমার সেই

পরবর্তী চিঠি – না বলা ভালোবাসার চিঠি

Leave a Comment