প্রতিরাতে কিভাবে কেন যেন লিখে রাখি কত কথা। মন থেকে দূরে কেউ যেন কাছে এসে যায়। ভালোবেসে আগলে রাখতে জীবনসঙ্গিনী হয়ে রয়।
লিখে রাখি কত কথা
কোনো চিঠির উত্তর চাই নি। কিন্তু অনেকবার লিখে পাঠিয়েছি। বিশেষ কাউকে উদ্দেশ্য করে আরও কত কিছুই লিখার বা বলার আছে জানিনা। কিন্তু হঠাৎ যখন জীবনে একসাথে পথ চলার কিছু ইচ্ছে যা মনে অদ্ভুত অনুভূতি নিয়ে আসে তখন কেন যেন খারাপ লাগে।
নতুন করে শুরু করা কঠিন। আজ অব্দি ভাবতে পারি নি কী করবো?, কোথায় পাবো একটু সস্তি। যখন জীবনের প্রতিটি মুহূর্তকে পেতে কত কিছুই ভেবে নিতে হচ্ছে তখন নিজের মতো করে কিছু পছন্দ করে পাবার আশা একদমই করি না। কারণ জীবনে অনেক ভুল নিজের মাধ্যমে হলে মেনে নিতে পারবো। কিন্তু সেই বিশেষ মানুষটি যদি সঠিক না হয়, আর যদি সিদ্ধান্ত আমার নিজেরই হয়ে থাকে তাহলে তো নিজেকে ক্ষমা করে দেয়া অনেক কঠিন হবে।
তারপরও আমি নিজের ইচ্ছেকে প্রাধান্য দিতে কেন এতো আগ্রহী জানিনা। সবকিছুর মতোই জীবনের এই সিদ্ধান্ত কেন সহজ হয়ে যাচ্ছে না?যদি এই ভাবনার কোনো মূল্যই না থাকে তাহলে দূরে সরে যাক এই ভাবনা। ভালোবেসে গ্রহণ করে নেই সবকিছুকে। তবে ভয় তো থেকেই যায়। পরবর্তী সময়ের অভিমান, কষ্ট আমি মেনে নিতে পারবো না।
আজ চাঁদনী রাত। তবে কুয়াশাচ্ছন্ন। দূর থেকে চাঁদের আলোয় চারপাশ খুব একটা দেখা যাচ্ছে না। চারিপাশে ঝিঝি পোকার ডাক। মাঝে মাঝে দুর থেকে শিয়াল এর শব্দ শোনা যায়। একলা দাড়িয়ে চাঁদকে দেখছি। চাঁদের আলোয় কিভাবে চারপাশ কুয়াশার মাঝেও এক সুন্দর দৃশ্যে পরিণত হয়েছে। একাকিত্বের দিনগুলো যেমন।
আরও পড়ুন – মানুষ নিয়ে কিছু কথা