সময়ের অপেক্ষায় আছি

সময়ের অপেক্ষায় আছি আমি। কবে ভুলে যাবো অনেক কিছু, যেগুলো হাজারো সুখের মাঝেও কিছু দুঃখের স্মৃতি বয়ে নিয়ে যায়।

সময়ের অপেক্ষায় আছি

কিছু বিষয় ভুলতে পারি না। কিছু বিষয় একজন ভুলে থাকতে পারছে কিনা জানি না। সেইদিন হয়তো সস্তি পাবো যেইদিন থেকে এই সব ভুলে গিয়ে নতুন সিদ্ধান্ত নিয়ে নিতে পারবো।

অন্য কেউ আমার জীবনের সেই বিশেষ মানুষটি হবে সেটা আমি আজও মেনে নিতে পারি নি। সময়ের সাথে সাথে শুনেছি সবকিছু নাকি ঠিক হয়ে যায়। এজন্য আর কত অপেক্ষা করতে হবে তা জানি না।

তবে নিজেকে বদলে ফেলে মন কে অনেক দিক থেকে পরিবর্তন করেছি। কিন্তু আজ অব্দি মন থেকে সেই ছোট স্বপ্নটি ফেলে দিতে পারি নি। তা কি কেউ জানে? কেউ কি বোঝে?

হ্যাঁ, তবে মুখের কথায় ছিল সমাপ্তির বার্তা। কিন্তু কেউ কি জানে মন থেকে আমার কী ছিল চাওয়া?

আমি বলতে পারি নি যে, তুমিই আমার হয়ে থেকে যাও, আমি সব ঠিক করে ফেলবো। আমি বলতে পারি নি তুমি ভুলে যেও না আমাকে, আমি তো চাই না তুমি ছাড়া আর কেউ আমার হোক।

আমি তোমাকে প্রয়োজন হিসেবে চাই নি। চেয়েছিলাম যে তুমি আমার অভ্যাস হয়ে থেকে যাও। তোমার অদ্ভুত চোখের চাহনি যে আমার কাছে এক অন্যরকম মায়া। কেন যেন প্রতিনিয়ত মনে হয় আমরাই আমাদের জন্য।

তোমার হলে নিজেকে ধন্য মনে করতাম। তোমার চেহারা, রূপ কেমন আমি তা কখনোই চিন্তা করতে চাই না। তবে তোমার অনুপস্থিতি আমাকে প্রতিনিয়ত শূন্যতায় রেখে যাচ্ছে।

না পারছি তোমাকে ফিরে পাবার ইচ্ছেকে পূর্ণতা দিতে, না পারছি তোমাকে মন থেকে ভুলে গিয়ে নতুন করে নিজেকে গুছিয়ে নিতে। আচ্ছা তুমি এত মায়াবতী কেন? আমাকে মায়ায় জড়িয়ে রেখেছ, কিন্তু নিজেকে ঠিক রেখে আমাকে একদমই বিরক্ত করছো না।

আসলে তুমি বদলে গিয়ে নিজেকে ভালো রাখতে পারবে এটা আমি সবসময়ই বিশ্বাস করি। কারণ তুমি জীবনে কষ্ট করে বড় হয়েছো। জীবনের উদ্দেশ্য, খুশি, কষ্ট এসবের সংজ্ঞা ও বাস্তব উদাহরণ তোমার জন্য একদমই ভিন্ন।

তবে যেমন হোক, তুমি তোমার দিক থেকে জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর করে যাও। আমি একবারই তোমাকে নিয়ে তোমার নিকট অভিযোগ করেছিলাম। এরপর আর করি নি। এটা আমার ইগো না। আমি সবকিছু সুন্দর করার চেষ্টা করতাম যদি আমাদের পথ একই হতো।

অনেক ভেবে দেখলাম, তোমার কথাই সত্যি। অনিশ্চিত ভবিষ্যতের দিকে না যাওয়াই ভালো। পরবর্তীতে কষ্ট পেলে সেই কষ্ট কি সহজে ভোলা যাবে? আমাদের গল্প যাদের সাথে লিখা আমরা যেন তাদের হয়ে যাই সেটাই রইলো আশা।

সময়ের অপেক্ষায় আছি। কবে দেখা দিবে সেই দিন? যেদিন মন থেকে মেনে নিয়ে সঠিক একটা সিদ্ধান্ত দুজনের জীবনে আসবে। যা কিনা আমাদের মাঝে না রাখবে কোনো আক্ষেপ এবং নিয়ে আসবে মন থেকে খুশি থাকার হাজারো কারণ।

পরবর্তী লিখা – ইচ্ছেকে পূর্ণতা দেয়া

Leave a Comment