স্বপ্নে বাঁধা প্রণয় | একটি প্রেমের কবিতা

স্বপ্নে বাঁধা প্রণয়

আমার স্বপ্নে বাঁধা প্রণয়
তোমায় পূর্ণতার সাথী ভেবে
আমায় রাঙিয়েছে
শত ইচ্ছে, শত গল্পে কল্পনায়।

নিশীথে ম্লান চাঁদের আলোতে,

মেলে যে প্রণয় তোমার ছায়াতে।

স্বপ্নের মাঝে দুই হাতটি ধরে,

চলি তোমার সাথে পথের তরে।

লিখে রাখা রয়েছে কত কথা।

তুমিই রয়েছো যে তারই আড়ালে।

তোমার হাতটা যে ধরি প্রিয়

স্বপ্নে হারিয়ে বারে বারে।

জেগে গিয়ে মুচকি হেসে

একপানে চেয়ে রই অবাক হয়ে।

খুঁজে খুঁজে তোমায় না পেয়ে

মনে হয় ভুলে যাই বারে বারে।

ভুলতে গিয়েও ভুলতে না পেরে

বিষণ্ণতায় রয়েছি আমি আজ হারিয়ে।

ব্যস্ততার ভিড়ে প্রতিদিনে

মন যে শুধু তোমাকেই খুঁজে।

অপরূপ ভালোবাসার জগতের

আমার সেই মায়াবী তুমিই যে।

যার অদ্ভুত ভালোবাসায়

যাবো যে আমি সিক্ত হয়ে।

কবে তুমি আসবে ভেবে

ভালোবেসে চিরকাল রাখবো মনে।

দিনগুলো কেন যে এতো কঠিন!

ভেবে হারিয়ে রই যে সারা দিন।

আজ কেন তোমায় খুঁজে বেড়াই

ব্যকুল হয়ে এই অজানাতে?

আঁধারের আগে এসো চলে,

দিও হাতদুটো বাড়িয়ে।

আমায় তুমি কষ্ট দিয়ে

যেও না কখনও একলা ছেড়ে।

অপেক্ষায় কত আশা নিয়ে।

চাই যে তোমারই হতে।

ভালোবাসা রইবে বিশ্বাসে।

আসবে যে পূর্ণতা হয়ে।

কাউকে আমি চাই না যে।

তুমিই শুধু যে ভাবনার চোখে।

থেকো না তুমি আর দূরে,

পূর্ণতা দিয়ে দাও আমাকে।

সব বাঁধাকে ভুলকে আজই হারিয়ে

তুমি এসো চলে আমার হয়ে।

অপেক্ষার প্রহর গুনে চলেছি।

আসবে যে ভালোবাসার ক্ষণ।

সেই অব্দি এই আমি

এমনই রেখে যেতে চাই।

যতদিন না তোমায় খুঁজে পেয়ে

তোমার ভালোবাসা হয়ে যাই।

পরবর্তী লিখা – মন ছুঁয়ে দেয়

Leave a Comment