হঠাৎ দেখা সেই ইচ্ছের সাথে। দেখা হয়েছিল তার সাথে স্বপ্নেই। ইচ্ছে আর আসে না। হারিয়েছি সেই স্বপ্নকে।
তাই ভয় হয় নতুন করে নতুন কারো সাথে পরিচিত হতে।
হারিয়েছি সেই স্বপ্নকে
হারিয়েছি সেই স্বপ্নকে ধীরে ধীরে। হঠাৎ করে এমন হয় নি। ইচ্ছে চলে যাবার পর নিজেকে অনেক একা মনে হয়।
অনেক ভয় হয়। হারিয়ে ফেলার ক্ষত যদি গভীর থেকে আরো গভীরতর হয়ে যায়? তাই আমি একলা থাকা কে মেনে নেয়ার চেষ্টা করে দেখছি। যতদিন না ভুলতে পারবো কিংবা সবকিছু স্বপ্নের মতো করে সুন্দর না হয় মন বলে ঠিক সেই দিন পর্যন্ত অপেক্ষায় থেকে যেতে।
এটা কি বয়সের দোষ ছিল? কেন সেই দুই চোখের মায়াতে পাগল হয়ে আমার হারিয়ে যাওয়া? সবার জীবনের মতই কেন আমি নিজের জীবনকে হতে দিতে চেয়েছিলাম?
কারণ আমি তো আমার জীবনের ওই বয়সের বাস্তবতায় বুঝতে পারি নি যে আমার জীবনের অর্জনগুলো কেমন “আমি” কে পাবার যোগ্যতা রাখে। আর যদিও কিছুটা বুঝতে পারলেও বাকিটা আমার দ্বারা বদলে ফেলা সম্ভব হয়ে উঠেনি।
হারিয়েছি সেই স্বপ্নকে, কারণ আমি যে কষ্ট করতে পারি না। মানসিক চাপ নিতে গেলে পাগলপ্রায় হয়ে যাই। যেজন্য সহজ সরল পথ বেছে নেয়ার চেষ্টা করে থাকি।
আমি চাইবো। যদি চাওয়ার পর তা আমার না হয় তাহলে আমি আর চাইবো না। বিষয়টা এভাবে মেনে নেয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না। তবে সময় আমাকে এভাবে নিজের প্রতি কঠোর হয়ে যাবার জন্য বাধ্য করেছে।
মাঝে মাঝে অনেক খারাপ লাগে। কেন আমার পছন্দগুলো সঠিক হয় নি? কেন এত স্বপ্ন দেখেছিলাম? বিশেষ করে কেন আমার হারানোর এত ভয় আমার? কেন জীবনযাপনের ব্যাবধান এর জন্য আমাদের গল্পটা হলো না? এমন অনেক কিছুই ঘুরপাক খেয়ে যায়।
এতো কিছু নিয়ে আফসোস করবো আর কতো? আমাকে তো জীবনে কিছু করতেই হবে। চেষ্টা থাকতেই হবে। না হলে সবাইকে ভালো রাখবো কিভাবে।
আর সবচেয়ে বড় বিষয়টা হলো স্বপ্ন পূরণের মাধ্যমে যেই আত্মতৃপ্তি পাওয়া যায় তা তো মুখে শুনে এসেছি কিংবা কল্পনায় ভেবেছি। সেই আত্মতৃপ্তি লাভ করে জীবনের পূর্ণতার কিছুটা স্বাদ পেতে চাই।
হ্যাঁ, অনেক ব্যস্ততা যাবে সামনে। তারপরও নিজের স্বপ্নগুলো আগের মতই সঠিক সময়ে পূরণ করার ইচ্ছায় বেঁচে আছি। হারিয়েছি সেই স্বপ্নকে বহুদিন হয়ে যাচ্ছে। তবে সেই স্বপ্নকে দেখতে মন আজও অপেক্ষায় থাকে।
আরও পড়ুন- রাখতে চাইনা এখন তোমায় কোনো প্রশ্নে