একাকীত্ব নিয়ে স্ট্যাটাস | একাকিত্ব নিয়ে ক্যাপশন

আজ আমরা লিখছি একাকীত্ব নিয়ে স্ট্যাটাস। জানিনা কেমন লাগবে সবার। তবুও চেষ্টা করছি।

একাকীত্ব কী?

একাকীত্বের সংজ্ঞা সবার জীবনে এক নয়। অনেকের জীবনেই কেউ নেই। এটি এক প্রকারের একাকীত্ব। আবার কারো জীবনে অনেকে থাকলেও নিজের মনের কাছে সে অনেক বড় একা।

প্রত্যেকের জীবনের গল্পের একাকীত্বের কথা একেক রূপে থেকে যায় মনে। কাউকে দেখে কি বোঝা যায় ভেতর থেকে সে কতটা একা? জানি না। আপনাদের কাছেই প্রশ্ন রইলো। কেউ জানলে আমাকে কমেন্ট এ জানাবেন।

ভালোবাসায় পূর্ন থেকেও অনেকেই একাকীত্বের মাঝে রয়ে যায়। আবার অনেকেই ভালোবাসাহীন ভাবে থেকেও একাকীত্ব এর কথা ভেবে সময় নষ্ট করে না।

একেক জনের জীবন, মন একেক রকম। কারো চিন্তাকে আমরা ছোট করতে পারি না। কারণ আগলে রাখার মতো মানুষ সবার জীবনে থাকে না। জীবনের পথে চলতে চলতে অনেক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে কাউকে প্রয়োজন বলে মনে হলে অনেকেই কাউকে পাশে পান না। সময়টা আরো কঠিন হয় যদি আপনার পরিবারই আপনাকে বুঝতে না পারে। হতে পারে আপনি ভুল কিংবা তারা। তবে সবার সাথে বোঝাপড়া, সম্পর্ক এক রকম হয় না।

একাকীত্ব নিয়ে স্ট্যাটাস

নিচে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো কিছু একাকীত্ব নিয়ে স্ট্যাটাস। আশা করছি পড়ে খারাপ লাগবে না।

  • আমি বর্তমান সময়কে মেনে নিয়েছি। আমার কাউকে পাশে চাই না আর। সবাই ভালো সময়ই পাশে থাকে। খারাপ সময় হলে যাদের খুবই পাশে থাকা প্রয়োজন ছিল তারা কেন যে এড়িয়ে চলে জানি না।
  • আমি পাথর এর মতো শক্ত নই। কষ্টে আমারও অজান্তে, আড়ালে চোখ দিয়ে পানি পড়ে। কিন্তু আমি জানতে দিতে পারি না কাউকে। কারণ কেউ আমার মনের কথা বুঝতে চায় নি। সবাই হেসে সব কষ্টকে উড়িয়ে দিয়েছে। সেই থেকে নিজের জন্য শুধু মাত্র নিজে। কারণ নিজের কষ্ট তো পরিবারকেও বলা যায় না।
  • কত সুন্দর সবকিছু লাগছিল একটু আগেই। সবাই যার যার বাড়ি চলে গেলো। আমিও আসলাম বাড়ি। বাড়ির সবার সাথে রাতের খাবার খেয়ে সব গুছিয়ে শোবার ঘরে এসে সবকিছু কেমন যেন লাগছে। এতো নীরবতা! নির্জনতায় কেন যেন নিজের জীবনের অনেক কিছু কে অপূর্ন লাগছে। ইচ্ছে হয় মন যা চায় তাই নিজের করে নেই। নিজের ইচ্ছেকে প্রাধান্য দেই। কিন্তু বাকিদের জন্য তাতো গ্রহণযোগ্য হবে না। আমি একাই ভাবছি, একাই দীর্ঘশ্বাস ফেলে যাচ্ছি। কেউ নেই আমার পাশে।
  • অনেকের পাশেই তাদের সেই মানুষটি পাশে থাকে। আমারও স্বপ্ন আমার সেই মানুষটি আমার জন্য একেবারে চলে আসুক। যাকে পেতে আমাকে কোথাও কোনো বাঁধা থাকবে না। যাকে আমার সাথে অপেক্ষা নামক কষ্টে থাকতে হবে না আর। যার ভালোবাসার প্রকৃত অর্থ বুঝতে এক বিন্দুও কষ্ট হবে না। এমন একটি মানুষের প্রিয় মানুষ হয়ে যেতে চাই।
  • কত বন্ধুর সাথে কত স্মৃতি। আজ সব অতীত। সবাই সবার জীবনযুদ্ধে নিজেদের মতো করে কিছু করার চেষ্টায় লিপ্ত। কেউ কারো খোঁজ নেয় কালে ভদ্রে, কেউ আবার কখনোই নেয় নি। এতে যে এক আক্ষেপ রয়ে যাচ্ছে মনে তা কি তারা জানে? তারা কি জানে অভিমানে কতটা মন খারাপ আমার? আমি বলবো না। কারণ তারা আগের মতো নেই। আমিও আগের মতো নেই।
  • নিজেকে অনেক ব্যস্ত রাখি। ব্যস্ত রাখি নিজের ভালো লাগার মতো কোনো কাজের সঙ্গে। যখন সেই কাজ শেষ হয়ে যায় তখন তখন সবকিছু অদ্ভুত মনে হয়। নিজেকে অনেক বার বলতে হয় আজকের এই পর্ব শেষ, নতুন করে নতুন ভাবনা নিয়ে কাজ করতে হবে। কিন্তু তখন নিজেকে অনেক একা লাগে। কারণ কিছু কিছু মানুষের একমাত্র সঙ্গী তার সখ।
  • অনেক কিছুই লিখা আছে। বলাও আছে অনেক কিছু। তবে তার শূন্যতার অনুভূতির ভাষা আজ অব্দি না পারলাম বুঝতে, না পারলাম লিখতে। শুধু নীরবে মনে থেকে যায় দিনগুলোর স্মৃতি।
  • একাকীত্বের সময়গুলোতে নিজেকে নিয়ে ভাবতে চেষ্টা করি। আশা করি এটি আমাকে আরও উন্নত অবস্থায় নিতে সহায়তা করবে।
  • একাকী জীবনে নিজের মন কে কোনটি সঠিক আর কোনটি ভুল তা বুঝাবার চেষ্টা করেছি।
  • সময় যেখানে আমার বন্ধু, আত্মবিশ্বাস সেখানে আমার শক্তি। আর একাকীত্ব আমার অন্তরের শান্তি।
  • আমি চিন্তা করি, লিখি, স্বপ্ন দেখি। সবসময়ে রয়েছি নিজের মাঝেই নিজের সাথে।

এই ছিল আমাদের মন থেকে লিখা একাকীত্ব নিয়ে স্ট্যাটাস। আমরা হয়তো স্বল্প কিছু দিক দিয়েই একাকীত্বের অনুভূতিকে প্রকাশ করার চেষ্টা করেছি। কিন্তু প্রত্যেকের জীবনের গল্পে একাকীত্ব এক রুপ নিয়ে আসে না।

পরবর্তী লিখা – তোমার প্রতি আমার অনুভূতি

Leave a Comment