সে কেমন ছিল? স্বপ্নের মতোই অসাধারণ নাকি সাধারণ হয়েও অসম্ভব ভালো? এক মুহূর্তে জেগে ওঠার আগে ভেঙ্গে যাওয়া স্বপ্নের সে।
সে কেমন ছিল?
সে কেমন ছিল তা পুরোপুরি বুঝতে পারা আমার সাধ্যের বাইরে। তবে তার সাথে কাটানো মুহূর্তের স্মৃতিগুলো যেন অনেক কথাই বলে দেয়।
সে এক অদ্ভুত মায়া। চোখ আটকে যাবার মতো যার চাহনী। বাঁকা দাঁতের মিষ্টি হাসি যা দেখে বলে দিয়েছিলাম অনেক ভালোবাসি। এক প্রকার হঠাৎ করেই যেন মনের মাঝে তাকে পাবার আশা গেথে গিয়েছিল।
সে অদ্ভুত। মানসিকভাবে ভালো থাকার অভিনয় এ পারদর্শী কেউ। ভালোবাসার অনুভূতি মনে রেখে কঠোর হয়ে নিজের মনকে আটকে রাখা যেন তার জন্য খুবই সহজ।
দিনশেষে একজনের বার্তা পেয়ে সে অনেক খুশি হতো। জীবনের সমস্যাগুলো সমাধান না হলেও একজন ছিল যাকে সে বলতে পারতো। এক দৃষ্টিতে সে সুন্দর বর্তমান কে ভেবে রেখে সুন্দর সময়ে চলছিল।
এক অদ্ভুত কিছু এসেছিল তার জীবনে। যেন মরুভূমির মাঝে এক বিশাল জলাধার। সে বিশ্বাস করতে পারে নি যে তার জীবনেও এমন পরিবর্তন আসতে পারে।
কিন্তু এই নতুন কিছু তার জীবনে স্থায়ী হয় নি। তার আশা, ভরসা সব ভেঙ্গে গিয়েছে। কী কারণে ভেঙ্গে গেল তা সে বলতে চায় না। ভাবতেও চায় না। নিজেকে সবকিছু থেকে দূরে রাখতে হবে এই ভেবে সে আর কিছু বিশ্বাস করে না। জীবনের প্রতিটি মুহূর্তকে সে আর অনুভব করে না। সবকিছু যেন তার জীবনের জন্য এক প্রকার বাধ্যগত কাজের মতো। সখগুলোকে সে আর ভালবাসতে পারে না। তার ভাবনা, চিন্তার মাঝে সে কোনো নিয়ন্ত্রণ খুঁজে পায় না।
হয়তোবা মনের মাঝে ব্যবধানই সমাপ্তির দিকে নিয়ে গিয়েছিল এই ইচ্ছেকে।
তবে আজও অবাক হই অনেক কিছু ভেবে। সে এমন কেন ছিল? সে রাত জাগা এ কেমন পাখি? যে অদ্ভুতভাবে ভালোবাসা অপ্রকাশিত রেখে আক্ষেপ করে যায়। তবুও যে ভালোবাসার অনুভূতি নিজের মাঝেই রেখে রায়।
সে কারো ডায়েরীর পাতার অংশ নয়। কারো মনের কথার শ্রোতা নয়। কারো জীবনের পথচলার স্বপ্নের সঙ্গী নয়।
সে নিজেকে ভেবেছিল একজনের স্বপ্নের সেই মানুষ যাকে কিনা সে আজীবনের জন্য পেতে চায়। কিন্তু একটা সময় পরে জীবন তাদেরকে বুঝিয়ে দিয়েছিল যে, তাদের এই চাওয়াগুলো এক প্রকার আকাশ কুসুম ভাবনা। এগুলো শুধু স্বপ্ন কিংবা লিখার শব্দেই সীমাবদ্ধ থাকার যোগ্য। বাস্তবে এর কোনো অস্তিত্ব হবার সম্ভাবনা নেই।
তবে কোনো পিছুটান নেই হয়তো। কিন্তু ছোট একটা আক্ষেপ এর সাক্ষী হয়ে স্বপ্নগুলো আজও একজনের মনের এক কোনে পড়ে আছে। আজও স্বপ্নগুলো বলে এখনও সবকিছু শেষ হয়ে যায়নি। শেষ পাতা আসতে এখনও যে দেরী।
কিন্তু বাস্তবতা বলে জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর করার জন্য কি প্রয়োজন হয় তা হিসেবের বাইরে। তবে সুন্দর মুহূর্তগুলোতে আমার পাশে যদি কাউকে দেখতে ইচ্ছে হয় তাহলে আমি বলবো আমি আজও তাকেই পাশে চাই।
তবে যা যেমন হোক, সে যেন ভালো থাকে। অতীতের চাইতে অসংখ্য সুন্দর মুহূর্তের সময় যেন তার জীবনে চলে আসে। হারানোর আক্ষেপ নেই।
তবে মাঝে মাঝে ছোট ছোট কিছু স্মৃতির আক্ষেপ এসে যায় মনে হঠাৎ করে। যেমন, একটা সময়ে জীবনে একজনকেই বিরক্ত করেছিলাম। শুধুমাত্র তাকেই বিরক্ত করেছিলাম যাকে বিরক্ত করবার অধিকার রয়েছে বলে মনে করেছিলাম। প্রতিটি আক্ষেপ এর কথা কিংবা দিনের খুশির কিংবা হাসির মুহূর্তগুলো শুধু তাকে বার্তায় পাঠাতাম।
হয়তোবা দূরত্ব তৈরি হয়েছে সব শেষ হয়ে যাবার সন্নিকটে এসে কিংবা আরও দৃঢ়ভাবে নতুন করে একে অপরকে আজীবনের জন্য পাশে নিতে।
পরবর্তী লিখা – তোমাকে অনুভব করি