প্রিয় কল্পনার আপনি, আমি আপনাকে পেয়েছি কি? মনে হয় আপনাকে নিয়ে আমি কল্পনার রাজ্যে হারিয়ে গিয়েছি।
মনে হয় যেন বাস্তবে আমরা এক হয়ে গিয়েছি। এটি ভাবতে আমি অনেক ভালোবাসি।
আমি কল্পনায় হারিয়ে যাই, মনে মনে আঁকি আপনার প্রতিচ্ছবি আর পাশে রাখি নিজেকে। আর তখনই মনে প্রশ্ন জাগে যে, আমি তেমন কেউ হবো? যেমন কাউকে আপনি আজীবন পাশে চাইছেন?
কল্পনার আপনি
প্রিয় কল্পনার আপনি, মনে হয় আপনার সাথে হাতে হাত রেখে হেটে চলেছি অজানার উদ্দেশ্যে।
এজন্যই হয়তোবা এত অনিশ্চয়তার মাঝে ডুবে থেকেও আপনাকে নিয়ে পথ চলার স্বপ্ন দেখি। কল্পনার রাজ্যের সৌন্দর্য্য কি ভাষায় প্রকাশ করা যায়? উত্তর হলো যায় না। যেমনটা প্রকাশ করা যায় না আমার নিকট তোমার শূন্যতার অনুভূতি কিংবা তোমার নিকট আমার শূন্যতার অনুভূতি।
দিন শেষে
দিন শেষে আপনার সাথে দেখা, সন্ধ্যে বেলা এক কাপ চায়ের সাথে আড্ডা, শত শত দিনের জমিয়ে রাখা অব্যাক্ত কথা শোনা, দিনের বেলায় আমার জন্য রেখে দেয়া আপনার অভিযোগের পাতা সব যেন আমার কল্পনার চোখে ভাসে।
আপনাকে অবাক করে দেয়া
মাঝে মাঝেই আপনি বলবেন “আজকে একটু ঘুরতে যেতে ইচ্ছে করছে, আপনি একটু আগে আসবেন প্লিজ”। আমি হয়তো বলবো “আজ সময় পাবো বলে মনে হয় না”। আপনি অভিমানে বলবেন আচ্ছা ঠিক আছে। নিজের খেয়াল রাখবেন।
তারপর হটাৎ আগে আগে বাসায় এসে আপনাকে চমকে দিবো প্রিয়। তারপর আমরা এক রিকশায় চড়ে বসে ঘুরবো ঢাকা শহর। সেসব স্থানে যাবো যেসব স্থানে পার করেছি ছোটবেলার অনেকটা সময়।
শীতের সন্ধ্যায় বেইলি রোডের দোকানে বসে সুপ আর লুচি ভাজা খাবো। সেসব স্থানে যাবো যেসব স্থানে যাবার জন্য আমি এতটা বছর আপনার অপেক্ষায় ছিলাম।
এরকম অনেক কিছুই যেন কল্পনায় হাওয়ার মতো করে এক অদ্ভুত অনুভূতি দিয়ে যায়। তাই প্রিয় আপনি ভালো থাকবেন, আমাদের এক সাথে সুখে দুঃখে এক থেকে ভালো থাকার সুন্দর শুরুর অপেক্ষায় রইলাম। ভালোবাসবো আপনাকে অনেক।