ভবিষ্যৎ এ তুমি আমার অর্ধাঙ্গিনী। তোমাকে তো বলতে পারছি না। তাই লিখে রাখছি মনের ডায়েরির এক বাস্তব ছায়ায়।
জীবনের পথে চলতে চলতে আমরা অনেক স্বপ্ন দেখি, অনেক আশার বাতিঘর খুঁজে পাই। তবে সব স্বপ্নই যে পূর্ণতা পায় তা নয়। তবুও, কিছু স্বপ্ন আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান অংশ হয়ে থাকে। আজকের এই চিঠিটি সেই স্বপ্নের মানুষের প্রতি, যে আমার জীবনের অর্ধাঙ্গিনী হবে। ভবিষ্যতের সেই অর্ধাঙ্গিনীকে উদ্দেশ্য করে লেখা এই চিঠি, মনের গভীর থেকে উঠে আসা অনুভূতিগুলো নিয়ে।
তুমি আমার অর্ধাঙ্গিনী
প্রিয় অর্ধাঙ্গিনী,
আজকে তোমাকে পেয়ে আমি কতটা খুশি, সেটা আমি বলে বোঝাতে পারবো না। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাকে আমি ভালোবাসবো। এটি আমার স্বপ্ন ছিল যে আমি যাকে বিয়ে করব, তাকে আমি অনেক বেশি ভালোবাসবো। তুমি কি জানো, আমি একসময় স্বপ্ন দেখতাম যে আমি পঁচিশ বছর বয়সে বিয়ে করব? এরকম অদ্ভুত স্বপ্ন দেখতাম। আরো শত শত স্বপ্ন ছিল যা ভেঙে গিয়েছে।
আগে আগে প্রিয় মানুষটিকে পেয়ে তাকে অনুভব করে সফল হতে চেয়েছিলাম। তাকে পাশে রেখে সফলতার এক সঙ্গী বানাতে চেয়েছিলাম। ভেবেছিলাম তিনি আমার পাশে থাকবেন, আর আমাকে সফল হতে দেখে জাস্ট একটা মুচকি হাসি দিবেন। আর আমার মনটা ভাল হয়ে যাবে।
তবে আমি এখন তোমার দায়িত্ব নিলাম। তোমার বাবা আমাকে একটি বড় দায়িত্ব দিয়েছেন। আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করব। তুমি দোয়া করো, আমি যেন সেই আগের আমিকে খুঁজে পাই। যে কিনা স্বপ্ন দেখতো, স্বপ্ন দেখতে ভালোবাসতো। স্বপ্ন দেখতাম তোমার হাতটি ধরে বসে নতুনভাবে চেষ্টা করবো ব্যর্থতার পর। আবার ঘুরে দাঁড়াবো। আবার নতুন কিছু শুরু করবো।
কিন্তু তখন তুমি তো ছিলে না। তখন আমি কার হাত ধরবো? তুমি আসার আগে যাদের আপন করার স্বপ্ন দেখেছিলাম, তারা হয় আমাকে ধোঁকা দিয়েছে, না হয় আমি একজন ব্যর্থ মানুষ যে স্বপ্নকে পরিণতি দিতে পারিনি।
আমার গল্পগুলো হয়তো ডাইরিতে লেখা আছে অথবা সময় আসলে তুমি সব জেনে যাবা। আমি তোমাকে সব বলবো। না-বলা হাজারো দিনের মনের সকল কথা জানিয়ে দিব তোমাকে। এতকিছু জেনে, তারপরও কি আমার সাথে বাকিটা জীবন থাকবে সব সময়? এভাবে একজনকে বলেছিলাম কোন এক সময়। কিন্তু তার কথা রাখতে পারিনি। ভুলে যেতে বাধ্য হয়েছি তাকে, তার ভালোর জন্য, তার ভবিষ্যতে ভালো থাকার জন্য।
আমি চাইনি সে এত দূর থেকে আমার জন্য এসে পরিবার থেকে এত দূরে থাকুক। কারণ এই চাপা কষ্টের আবেগ একসময় হয়তো প্রকাশ পাবে। তার সব দিক ভাল ছিল না, আমারও সবদিক ভালো নয়। আমি তাকে ভুলে গিয়েছি, ভুলে যেতে শিখেছি, ভুলে থাকতে পেরেছি। এখন অনেকটা ভুলে গিয়েছি। তবে মাঝেমধ্যে একটু বুকের কোনো এক কোণে টান দিয়ে ওঠে। মনে হয়, আরেকটু ধৈর্য ধরতে পারতাম, আর একটু বলতে পারতাম, আরেকটু নিজেকে বোঝাতে পারতাম।
তবে আমি অনেক ভালো আছি এখন। কারণ তুমি পাশে আছো। তোমার সাথে মনের এই কথাগুলো বলা আমার জন্য অত্যন্ত জরুরী ছিল। সময়ের সাথে আরও কিছু স্মৃতি তোমার কাছে জানাবো। এখন তো সব মনে নেই।
সমাপ্তি
জীবনের প্রতিটি পদক্ষেপেই আমরা এক নতুন গল্পের সূচনা করি। কখনো সে গল্পে থাকে হাসি, কখনো থাকে কান্না। তবে প্রতিটি গল্পই আমাদের জীবনের অংশ। এই চিঠির মাধ্যমে আমি শুধু বলতে চাই, তুমি আমার জীবনের সেই নতুন গল্পের প্রধান চরিত্র। তোমাকে পেয়ে আমি পূর্ণতা পেয়েছি, এবং আমি চাই তুমি সবসময় আমার পাশে থাকো। আমরা একসাথে সব স্বপ্ন পূরণ করবো, একসাথে সব কষ্ট ভাগ করে নেবো।
ইতি, তোমার ভবিষ্যতের অর্ধাঙ্গিনী
পরবর্তী চিঠি: আমি তোমার যোগ্য না