আমার ছোটবেলা থেকে দেখা স্বপ্নাকে (ছদ্দনাম) আমার চিঠি। এটি ছোটবেলার হারিয়ে যাওয়া আমার এক বান্ধবীকে উদ্দেশ্য করে লিখা।
আমাদের ছোটবেলা আমাদের জীবনের এক অসাধারণ সময়। সেই সময়ের স্মৃতিগুলো অনেক সময় ধুলো জমে যায়, কিন্তু মাঝে মাঝে সেই স্মৃতিগুলো আবারও উঁকি মারে।
আচ্ছা তোমার একটি ছদ্মনাম দিলাম, স্বপ্না। আসল নাম টা না হয় মনের ডায়েরীর পাতাতেই থাক।
সূচিপত্র
ছোটবেলার হারিয়ে যাওয়া বান্ধবীকে চিঠি
প্রিয় স্বপ্না,
তুমি কি আমাকে চিনতে পেরেছো? ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এত আগের সামান্য কিছু মাসের স্মৃতি কিভাবে মনে থাকবে? তুমি আমার প্রথম বান্ধবী ছিলে ছোটকালে। তখন হয়তোবা আমার বয়স পাঁচ, তোমার বয়স তিন। তখন আমরা নাগরপুর কোয়র্টারে থাকতাম। তোমার আব্বুও সরকারী চাকরী করতো আমার বাবার মতোই। তোমার ভাইয়া তখন স্কুলে পড়তো। কোয়ারটারের বাসা চেন্জ করে তোমার আর আমার পরিবার একটি বিল্ডিং এ বাসা ভাড়া নিয়েছিলো। বাসা ছিলো আমাদের নিচতলায়, পাশাপাশি।
কত কথা বলতাম আমরা! তোমার মনে পড়ে? তোমার সাথেই আমি খেলতাম সবসময়। তোমার সাথে দেখা না হলে মন খারাপ হয়ে যেতো। তোমাদের বাসায় গিয়ে একবার শুনেছিলাম তুমি ঘুমাচ্ছো। তখন আমি অনেক মন খারাপ করেছিলাম। নাগরপুরে থাকতে অবুঝভাবে কত পাগলামী করেছি তা মনে পড়লে এখনও হাসি আসে। যেমন একবার নিজের চুল নিজে কেটেছিলাম, আরেকবার আঙুলে স্কচটেপ পেচিয়ে মোমবাতির আগুনে দিয়েছিলাম।
তুমি আর লাবন্য ছিলে আমার সেসময়ের বান্ধবী। মাঝে মাঝে তৌহিদও আসতো। আরো কত স্মৃতি রয়েছে! স্মৃতিগুলোর অনেকটাই তোমার আমার কারোরই হয়তো মনে নেই। কিছু হয়তো আমার মনে আছে যার কিছু বলেছি এখানে। বাকীটা যদি দেখা হয় তাহলে বলবো।
পুরানো স্মৃতির ঝুলি
তোমার সাথে নাগরপুরে শেষ দেখা হয়েছিলো ২০০২ সালে। এরপর টাঙ্গাইল শহরে তোমাদের বাসায় গিয়েছিলাম ২০০৪ সালে। তখন তুমি সবে স্কুলে প্লে তে ভর্তি হয়েছিলে। তোমার সাথে আমার শেষ দেখা হয়েছিলো তখনই। শুনেছি তুমিও নাকি কম্পিউটার সাইন্স নিয়ে পড়ছো! কি জানি! আরো শুনেছি তোমার বিশ্ববিদ্যালয় নাকি ঢাকার কেন্দ্রীয় কারাগারের নিকটেই।
বর্তমানের চিন্তাভাবনা
এখন ২০২১ সালে এসে আমার মনে ইচ্ছে আসে অনেক। স্বপ্ন দেখি অদ্ভুত অদ্ভুত। তারপরেও আমার আর কোনো স্বপ্ন আসবে কিনা আমি জানি না। এই স্বপ্ন না জানিয়ে উপায় নেই। তাই বলছি, স্বপ্ন দেখি এমন যদি হতো তুমি হঠাৎ এসে বললে, এত বছর পরও কি আমার কথা মনে পড়ে নি? জানতে ইচ্ছে হয়নি একবারও আমি কোথায় থাকি এখন, কোথায় পড়ি?
তাও না হয় বাদ দিলাম, যদি জিজ্ঞেস করো কেন যোগাযোগ করো নি? যদি তোমার মন বলে ভালোবাসি। আমার উত্তর থাকবে না প্রিয়, আমি বাকরুদ্ধ হয়ে যাবো। তবে আমার মন বলবে আমিও ভালোবাসি তোমায়। অনেক, ভালোবাসি এবং ভালোবাসবো।
তবে এমনও তো হতে পারে তুমি তোমার মনের ভালবাসার সেই স্থানে কাউকে রেখে দিয়েছো। তাহলে তোমায় এবং তাকে অনেক শুভকামনা জানাই।
শেষের প্রশ্ন
আর না হলে বলছি কিছু কথা। জানি না তুমি কোথায়, শুনবে কিনা আমার মনের ডাক। তবুও, আমি সেসময় তোমায় হারিয়েছিলাম। আজ থেকে আমি তোমাকে নতুন করে বাকিটা জীবনের জন্য পাশে পেতে চাই। তুমি কি থাকবে আমার পাশে জীবনের বাকী মুহূর্তের জন্য সবসময়? এটি আমার শেষ প্রশ্ন তোমার কাছে রইলো। খুঁজে নিও আমায়।
আমি ভালোবাসিনি, কিন্তু আজ থেকে ভালোবাসি এবং ভবিষ্যতেও ভালোবাসব ইনশাআল্লাহ। হয়তো কেউ বলবে এত সহজে কি ভালবাসা হয়? আমার মতে হয়, কারণ ভালবাসা কোনো আইন মানে না। কোন নিয়ম মানে না।
সমাপ্তি
ইতি, তোমার ছোটবেলার বন্ধু
পরবর্তী চিঠি: কারো বিভ্রান্তি হতে চাই না আর কখনো