এ যেন মনের আড়ালে থাকা অনুভূতির প্রতিচ্ছবি। ভালোবাসা হারিয়ে যাবার অনুভূতির কথা ভুলে যাওয়া যায় কি?
আড়ালে থাকা অনুভূতির প্রতিচ্ছবি
ভালোবাসা তুমি মেঘেদের ভেলায় আমার বার বার হারিয়ে যাওয়া চাঁদ। কেন এই অস্থিরতা তোমাকে না দেখে? মাঝে মাঝে দেখা দিয়ে তোমার আড়ালে চলে যাওয়া যে আমার ভালো লাগে না। জীবনের সুখের আশ্বাসে কেন বার বার ফিরে আসা? রাতের নীরবতায় প্রতিটি মুহূর্ত যেন তোমায় খুঁজে বেড়ায়।
কত দূরত্ব আমাদের মাঝে! কত কিছুর অমিল! তবে, কোনো কিছু যদি মিল থাকে তা শুধু হয়তো একে অপরকে ভালো রাখতে পেরে ভালো থাকবার স্বপ্ন।
কিছু কথা নিজের মাঝেই রয়ে গেছে। যার ভাষা তুমি ছাড়া আর কেউ বুঝবে না। লিখে রাখা কবিতা, গল্প, মনের কথাগুলো শুধু যে তোমাকে ভেবেই তা তুমি জানবে না। শুনেছি যে শত শব্দ লিখতে নাকি শত বই পড়তে হয়। জীবন নামক বইয়ে যে পাঠ পেয়েছি তাতে শব্দের যে শেষ হয়না। শুধু ভেবেই চলেছি। পরিবর্তন কিছু হচ্ছে না।
তোমায় খুঁজে পাবার আশায় আঁধারে বার বার ডাকি। তবে উত্তরে কেন পাই শুধুই নীরবতা? মনে হয় একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। সকল জটিল প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তোমায় ফিরে পাবো। পাগলের মতো তোমাকে নিজের করে নিতে চাইবো। তুমি অভিমান করে আমাকে ছাড়তে চাইবে। আমি হয়তো চেষ্টা করবো চোখের জলে তোমার মনের অভিমান মুছে দিতে। কিন্তু আমি জানতে পারবো তোমার সেই অভিমান যে আজ পাথরে রূপ নিয়েছে। মন না বোঝে ভালোবাসা, না বোঝে ঘৃণা। বিরক্ত হয়ে সবকিছু থেকে নিজেকে রেখেছে বহুদূরে।
তবে আমি বিশ্বাস রাখি, তুমি মনে মনে আমার অপেক্ষায় রয়েছো আজও। অন্য কারোর গল্পের অংশ হতে পারবার ইচ্ছে তোমার হয়নি। তুমি শান্তি চাও আমার হয়ে গিয়ে। তুমি বাঁচতে চাও আমার মনে চিত্রিত ছবির সেই অপরূপ প্রিয় মানুষটি হয়ে। কিন্তু আমি জানতে পারবো না হয়তো। কারণ তোমার পাথরের মত অভিমান।
তুমি আমার জীবনের গল্পের এক সমাপ্ত অধ্যায়ের অসমাপ্ত ছিঁড়ে ফেলা পাতা। যার প্রতি ছিল না কোনো যত্ন, শুধু ছিল অবহেলা। হয়তোবা কমতি ছিলো আমার মাঝে যে কারণে সম্পর্কটি পূর্ণতা পাবার যোগ্যতা হারিয়েছে।
আমি নিজের প্রতি আর সম্মান হারাতে চাই না। নিজেকে আর ছোট হতে দেখতে চাই না। জড়িয়ে রাখতে চাই না এমন কোনো শর্তে যা কিনা তোমার কাছে আমাকে দুর্বল মনে করে রাখে।
আমি জানিনা আমার মনের ক্ষত আমাকে ভালো থাকতে দিবে কিনা। মানসিকভাবে শক্ত হতে পারাবার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছি। মাঝে মাঝে নিজেকে আমি জিজ্ঞাসা করি “সব ভুলে গিয়ে নিজের মন কে মুক্ত করে নতুন কারো হয়ে ভালোবাসার প্রতি বিশ্বাস গড়ে নিতে পারবো কি?”
কিন্তু, যখন চোখ বুঁজে উত্তর খুঁজে বের করার চেষ্টা করি তখন তোমাকে ছাড়া আর কাউকে মনে হয় না। তোমার অন্য কারোর হয়ে যাবার কথা ভাবলেই নিজের প্রতি অদ্ভুত খারাপ লাগা কাজ করে। এই খারাপ লাগবার অনুভূতি আমি ছাড়া আর কেউ তো বুঝবে না। কারণ কেউ কারো মনের আক্ষেপের গল্প শুনতে পারলেও তার কোনো সমাধান দিতে পারে না। আক্ষেপের সেই নিঃশ্বাসের বাতাস এর শব্দের আড়ালের গল্প কারোর জানবার দরকার নেই। আমি নীরব থেকে সবকিছু থেকে নিজেকে যতটা সম্ভব আড়াল করে রাখি। নিজের প্রতি দায়িত্ববোধ থেকে কোনো কিছু মনের মতো না হলেও আর আমি প্রতিবাদ করতে চাই না। যতটা সম্ভব সবকিছুতেই রাজি হয়ে যাই। তাতে কোনো ত্রুটি থাকলেও আমি জেনেও না জানার ভান করি। স্বপ্নের প্রতি শ্রদ্ধা রেখে নিজেকে ভুলে গিয়েছি।
জানি আমি অনেক বড় ভুল করেছি। জানি আমি তোমার জীবনের গল্পের একটি ভুল ইচ্ছে। কিন্তু আমি নিজের প্রতি এমন কিছু করতে ইচ্ছুক নই যা কিনা আশেপাশের সকলের কষ্টের কারণ হয়। এক অদ্ভুত অবস্থার ভেতর দিয়ে জীবন চলছে, যেখানে না পারছি সামনে এগোতে, না পারছি পেছনে ফিরে যেতে। শুধু একবার সামনে তাকিয়ে দেখে আক্ষেপের সুরে মুখ ফিরিয়ে পেছনে তাকিয়ে ইচ্ছেগুলোকে দেখি। দেখে দেখে শুধু মনে করি, “এমনটা হবার ছিল না”।
অনেকে বলে “এসব ক্ষেত্রে পেছনে না তাকিয়ে সামনে এগিয়ে যাও”। আমি নীরবে দাঁড়িয়ে হাসি। মনে মনে বলি “এতই যদি সহজ হতো, তাহলে ভালোবাসায় বিশ্বাস শব্দটি থাকতো না”। সূর্যোদয় ও সূর্যাস্তের খেলা চলে যাচ্ছে প্রতিনিয়ত। আমার ভাবনাগুলো যেমন আছে ঠিক তেমনই রয়েছে। তবে একটু বদলে গিয়েছি আমি ব্যস্ততার মাঝে আটকে গিয়ে।
এভাবেই চলছে জীবন। হাজারো হাসির মাঝে একটু আক্ষেপ নিয়ে নিজের মাঝেই হারিয়ে যাওয়া। নিজেকে একটু খুশি দেখবার চেষ্টায় বার বার তোমার কাছে ছুটে চলবার ইচ্ছা। তবুও আমি ফিরবো না কারো দুঃখ বাড়াতে।
জীবনের প্রতিটি অধ্যায়ে নতুন আশার আলো খুঁজে পাওয়া সম্ভব। হয়তো একদিন সকল জটিলতা পেরিয়ে সামনে এগিয়ে যাবো, নতুন স্বপ্ন নিয়ে বাঁচবো।