সেই প্রিয়তমা
সেই প্রিয়তমা দিনের তাপে যদি মালা শুকায়,মেঘের কালোয় যদি চাঁদ লুকায়,তবে কোন দিনে কোন রাতে,ফুল গুঁজে দেবো বলো,প্রিয়তমার চুলের খোঁপায়।শ্রাবণের বর্ষণে সব রংধুয়ে মুছে গেলে সাত রাঙা-রংধনুর সব রং বুকে জড়ালে,তবে কোন রঙের উপমায়,আলতা পরাবো বলো প্রিয়তমার,দুটি পায়ের ও পাতায়।আকাশের কালো মেঘ,ঝরে গেলে বৃষ্টির ও ফোটায়,জোনাকির আলো যদি আঁধারের কালো কে ঘুচায়,তবে কোন কালোর উপমায়,কাজল … Read more