তোমাকে অনুভব করি আমি। প্রতিটি মুহূর্ত যে তোমার হয়ে আছি ভেবে বেঁচে আছি। মনের স্বপ্নের সাগরের প্রতিটি ফোঁটায় তুমি।
তোমাকে অনুভবে যেন খুঁজে পাই নিজেকে। যেন গহীন কোনে আলো হয়ে চলে আসে সুখের ধারা।
তোমাকে অনুভব করি
তোমাকে অনুভব করি গভীর রাতের একাকীত্বে। যেন তোমার পাশে রয়েছি ভেবে মন মেনে নেয় সবকিছুকে। তোমার কথা ভেবে লিখে রাখা কত শব্দের কত কথা। চোখের সামনে তুমি নেই। তোমার কথা শুনতে পাই না আমি। তবুও তোমার আমার স্বপ্ন কল্পনায় ভেবে হঠাৎ লাজুক হাসি দেই।
তুমি বাস্তবে নেই। তোমার প্রতি অনুভূতিগুলো কাল্পনিক, একপাক্ষিক।
অনেক আঘাতের ব্যথা সেরে যায়। তবুও যে এই ব্যথা যায়না চলে। প্রথম ভালোলাগা থেকে যেই ভালোবাসা রয়ে আছে কতকাল ধরে। হাসি-কান্না, নীরবতার মাঝেও মন ছেড়ে যায়নি এ ভাবনা।
দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায় তবে এই অনুভূতি থেকে যায়। তোমার উপস্থিতির কথার ভাবনা আমাকে কল্পনায় হারিয়ে দেয় কোথাও যার ঠিকানা আজ অব্দি আমি খুঁজে পাই নি। সেই সুন্দর অনুভূতির মুহূর্তে তুমি ছাড়া আর কিছু মাথায় আসে নি।
আঁধার কালো বাস্তব জীবনে তুমি এসে দিবে সুখের সাগরে আমায় রাঙ্গিয়ে। আঁধারের মাঝে আসা সূর্যের আলোয় আলোকিত হবে এ জীবন। কত কিছু বিসর্জন দিয়েও খুশি হয়ে রইবে ভালোবাসা। আজীবন সাথে হাতটি ধরে চলবে তুমি আমার পাশে।
হঠাৎ ভাবনা থেকে বাস্তবে ফিরে হেসে ফেলি কেন যেন। তুমি আজও নেই পাশে তবুও কেন এতো লাগে ভালো। তোমার কথা ভেবে কত সিদ্ধান্ত নেই। কিছু করতে গেলে ভেবে নেই তুমি থাকলে কী উপদেশ দিতে, তোমার ভালোলাগা কেমন হতে পারে।
হয়তোবা লিখতে পারছি, বলতেও পারবো এই অনুভূতির কথা। তবে বাস্তবে তোমায় কিভাবে বোঝাবো এই ভালোবাসার কথা। হয়তোবা যোগাযোগ রইবে হৃদয়ের সাথে হৃদয়ের। তোমার প্রতি রইবে সম্মান।
আজকের মুহূর্ত আগামী দিন কেমন রইবে তা অজানা। তবে তোমার প্রতি ভালোবাসা রয়ে যাবে প্রতিদিন।
শেষে আবার বলতে চাই, মনে রেখো প্রিয় তোমাকে অনুভব করি এক অসীম জগতে। হৃদয়ের গভীরে রেখে নিও তুমি। সে যেন হবে প্রেমের নীল আকাশে হারিয়ে যাওয়ার মতো এক অনুভূতি। বাস্তবে হবে কি এই প্রতিশ্রুতি রক্ষার গল্প হয়ে নতুন জীবনের পূর্ণতার শুরু?
পরবর্তী লিখা – হারিয়ে ফেলা ভালোবাসা