অনেক ভালো বন্ধুর সাথে মনের কথোপকথন | পর্ব ০১

বন্ধুর সাথে মনের কথোপকথন আমাদের জীবনের অনেক জটিলতা মিটিয়ে দেয়। এখানে আমরা বন্ধুর সাথে মনের গভীরের কথা, বাস্তবতা, এবং ভবিষ্যতের স্বপ্নগুলো নিয়ে আলোচনা করেছি।

জীবনের নানা সময়ে আমাদের মনে জমে থাকা কথাগুলো কাউকে বলার প্রয়োজন হয়। বিশেষ করে একজন কাছের বন্ধুর সাথে যখন মনের কথাগুলো শেয়ার করা যায়, তখন মন অনেক হালকা হয়। এই ব্লগ পোস্টটি সেই মনের কথোপকথনের গল্প নিয়ে, যেখানে আমরা একজন খুব কাছের বন্ধুর সাথে নিজেদের অনুভূতি, দুঃখ, এবং ভবিষ্যতের স্বপ্নগুলো শেয়ার করেছি।

বন্ধুর সাথে মনের কথোপকথন আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান করতে সাহায্য করে। এখানে এমন কিছু কথোপকথনের অংশ শেয়ার করছি যা আমাদের মধ্যে হয়েছে, যা হয়তো আপনার জীবনের সাথেও কিছুটা মিল খুঁজে পেতে পারেন।

বন্ধুর সাথে মনের কথোপকথন

কথোপকথনের শুরু

  • বন্ধু ১: কি করো?
  • বন্ধু ২: শুয়ে শুয়ে দুঃখের গান শুনছি। তুমি?
  • বন্ধু ১: আমিও শুনলাম কয়েকটা, এখন ফেসবুকের টাইমলাইন দেখতেছি।
  • বন্ধু ২: জাতীয় কাজ।
  • বন্ধু ১: হ্যাঁ.., হুদাই স্ক্রল করতে ভাল্লাগে টাইমলাইন।
  • বন্ধু ২: হুম, তবে আগের থেকে কমে গিয়েছে। আগে ছিল ক্রলিং ই একমাত্র কাজ।
  • বন্ধু ১: এখন তাহলে লেখালেখিতে বেশি সময় দেয়া হইতেছে?
  • বন্ধু 2: হুম৷ পাগলের মতো লিখতেছি।
  • বন্ধু ১: রিসেন্ট লেখালেখির টপিক কি ব্লগের?
  • বন্ধু ২: ফিউচার এর বিশেষ ব্যক্তিকে কী বলতে চাই তা লিখছি।
  • বন্ধু ১: টপিক টা তো জোশ।
  • বন্ধু ২: হুম, এখন তো বলার সুযোগ নাই৷ তাই লিখেই রাখছি না বলা মনের কিছু কথা।
  • বন্ধু ১: হ্যাঁ, লেখালেখিতে আলাদা একটা শান্তি পাওয়া যায়।
  • বন্ধু ২: তা শেষ করছো পুরাপুরি?
  • বন্ধু ১: হুম৷ বিরক্তি আসলে বা ভালো খবর আসলে অনেক বন্ধুরা বিড়ি খায়৷ আমি সেই যায়গায় লিখালিখি করি।
  • বন্ধু ২: হা হা হা, ঠিক বলছো, এই বিড়ি খাওয়ার চাইতে হাজার গুন ভাল।
  • বন্ধু ১: হুম।

এক বন্ধুর জীবনের খবর

  • বন্ধু ২: ফিচ্চির কি খবর?
  • বন্ধু ১: সে ১২ টার দিকে ঘুমায় সকালে উঠার প্র্যাকটিস করছে৷ সকালে মানবতার খাতিরে তার ক্রাশের সাথে ক্লাস শুরু হবার আগে দেখা করা লাগে ৷
  • বন্ধু ২: আহারে, তাহলে তো সকাল সকাল ঘুমানোটা বেশ দরকার ওর জন্য। ক্রাশের সাথে দেখা হয়ে যাবে।
  • বন্ধু ১: সকাল ৬ টায় উঠে এখন ক্রাশের জন্য, ভাবা যায় এগুলা !!!
  • বন্ধু ২: নাহহ, ক্রাশের জন্য সকালের আরামের ঘুম বিসর্জন দেই নাই কখনো।
  • বন্ধু ১: স্কুল খুলে এহন সুযোগ বাড়ায় দিসে।
  • বন্ধু ২: ফিচ্চি গভীর আবেগে পড়ে গেছে।
  • বন্ধু ১: আবেগে ডুবতেসে, অনেক বুঝাইসি, মেয়ে যখন বাস্তবতা বুঝবে তখন কিন্তু বাঁশ খাইতেও পারো৷ কারন তোমরা এখনও শিশু। তবে এটাও বলছি যে টিকতেও পারে। সিচুয়েশনের সাথে যেন নিজেকে ঠিক রাখতে পারো।
  • বন্ধু ২: আমরা বড়রাই বাঁশ খেয়ে যাই, আর ও তো ফিচ্চি। এটা ৩৫%, আমার মতামত আর কি।
  • বন্ধু ১: হুম, হুম।
  • বন্ধু ২: হুমম যদি ঠিক থাকতে পারে তাহলে সবকিছু ভালো। কিন্তু ওই যে বাস্তবতা বুঝতে শিখলে অনেক সময় ভাঙন চলে আসে সম্পর্কে। এত পুরানো আবেগ অনেক কমই ভবিষ্যৎ পর্যন্ত গড়ায়, হ্যাপি এন্ডিং হয়।
  • বন্ধু ১: হুম।
  • বন্ধু ২: এখন ফিচ্চিরটা কি হবে বলা যাচ্ছে না।
  • বন্ধু ১: হুম৷ কনফিউজড, এজন্য প্রেম জিনিসটা আমার একদমই ভালো লাগে না আর। কারন পরিনতি না থাকলে সব ভাললাগা, ভালবাসার স্বপ্ন অর্থহীন। অপেক্ষা কয়টা গল্পে থাকে? পরিনতিও তো হয় খুব কমই। ওরে অনেক বুঝাইসি।
  • বন্ধু ২: এই পরিনতি নিয়ে ভাবতে গেলে আর ভাল্লাগে না। আমি নিজেও আছি এক প্যাচে। মাঝে মাঝে মন চায় বের হয়ে যাই। টেনশন লাগে। যদি হ্যাপি এন্ডিং না হয় তাহলে সব শেষ।
  • বন্ধু ১: হুম৷ তবে যে যেমন চলছে তাতেই থাকা উচিত। সম্পর্কে থাকলে সেটিকে তার মতো চলতে দেয়া দরকার৷ স্বপ্ন ভেঙে গেলে নতুন করে স্বপ্ন দেখার আগে মানসিকভাবে ঠিক হবার জন্য সময় নিয়ে তারপরই নতুন দিকে আগানো উচিত। এবার আমি সেটা করবো। সময় নিবো।
  • বন্ধু ২: তবে এইবার ভাঙলে আমি আর ওই পথে এগোবো না। সন্ন্যাসী হয়ে যাবো। হাসি পায়। আসলে বাঁশ খাইছি তো মানুষের থেকে। তাই কেমন জানি একটা ভয় কাজ করে।
  • বন্ধু ১: সেটাও ঠিক, তবে ভেবে চিন্তে৷ আমি মনে করি একটা বয়স আসলে বিয়ে দিয়েই সম্পর্ক শুরু করার সুযোগ আসবে৷ কোনো পরীক্ষা থাকবে না, পরিনতির কিংবা অপেক্ষার।
  • বন্ধু ২: ইন শা আল্লাহ। এটাই যেন হয় সবার। কোনো পরীক্ষা নাই, ডিপ্রেশন নাই। সুন্দরভাবে একটা লাইফ শুরু করা।
  • বন্ধু ১: হুম৷ যেখানে দুই পরিবার শুরুতেই রাজি হয়ে যাবে।
  • বন্ধু ২: এই ব্যাপারটা সবচেয়ে বেস্ট।
  • বন্ধু ১: আচ্ছা যাই হোক, কখনও কোনো সমস্যা হইলে বইলো৷ সমাধান না পাইলেও মন হালকা হবে।
  • বন্ধু ২: হ্যাঁ। সেটা তো বলিই তোমাকে। যেকোনো বিষয় নিয়ে মন খারাপ হইলে বা কোনো বিষয়ে ডিসকাস করার দরকার হলে। তুমিও বলতে পারো।
  • বন্ধু ১: আচ্ছা৷ আর হ্যাঁ সব সময় হাসি খুশি থাকবা।
  • বন্ধু ২: হ্যাঁ, অবশ্যই, তুমিও থাকবা।

বাস্তবতার স্বপ্ন এবং সত্যি কথা

আমাদের জীবনে অনেক স্বপ্ন থাকে, অনেক কিছুই পেতে চাই। কিন্তু সব সময় আমরা সেই স্বপ্নগুলো পূরণ করতে পারি না। বাস্তবতা আমাদের অনেক সময় সেই স্বপ্নগুলোকে ভেঙে দেয়। কিন্তু তবুও, আমরা নতুন স্বপ্ন দেখি, নতুন করে জীবনের পথে চলি। বন্ধুর সাথে এই মনের কথোপকথন আমাদের সেই বাস্তবতা এবং স্বপ্নগুলোর মধ্যে একটি সুন্দর মিল খুঁজে পাওয়ার গল্প।

সমাপ্তি

বন্ধুর সাথে মনের কথোপকথন আমাদের জীবনের জটিলতা এবং সমস্যা থেকে মুক্তি দেয়। আমরা যখন মনের কথা শেয়ার করি, তখন মন হালকা হয়। এই ব্লগ পোস্টটি সেই মনের কথাগুলোর একটি সংগ্রহ, যা হয়তো আপনার জীবনের সাথেও কিছুটা মিল খুঁজে পেতে পারে। আশা করি, এই পোস্টটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের জীবনের সেই মনের কথাগুলো বুঝতে সাহায্য করবে।

এই ব্লগ পোস্ট এ উল্লেখ করা বন্ধুর সাথে মনের কথোপকথনটি আমার মনে থেকে যাবে চিরকাল। বন্ধুত্ব জীবনে কতটা প্রয়োজনীয় তা নিয়ে লেখা কঠিন। আশা করি, এই পোস্টটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের জীবনের সেই না-পাওয়ার বেদনার কথাগুলো বুঝতে সাহায্য করবে।

Leave a Comment