অপ্রকাশিত অনুভূতি নিয়ে কিছু কথা

মনের অপ্রকাশিত অনুভূতি নিয়ে কিছু কথা লিখে রাখছি আজ। যার আদ্যোপান্ত অনেক আগে থেকেই মনে গেঁথে আছে।

অপ্রকাশিত অনুভূতি

আমি নির্বাক দর্শক হয়ে আছি। জীবনের নাটকীয়তার কাছে হার মেনে নিজের স্বপ্নগুলোকে ভুলে যাচ্ছি।

আমি আজও ডাইরীতে থাকা কথাগুলো মনে করে ফেলি। একলা ক্লান্ত সময়ে অজান্তে ভেবে থাকি। চোখের কোণে অজান্তেই পানি চলে আসে কেন জানি। আমি তোমার মত পাথরের মত বাইরে থেকে শক্ত ছিলাম না।

আমি তোমাকে হারিয়ে ফেলার ভয়ে বুকের একপাশে অদ্ভুত ব্যথায় থাকতাম। আমি জীবন যুদ্ধে এগিয়ে যাবার জন্য নিজের কাজগুলোতে মন দিতে পারিনি। কারণ মনটা তো তোমার কাছে চলে গিয়েছিল। চোখ বন্ধ করলে যাকে আমি দেখতে পেতাম সেটি ছিলে তুমি।

তোমার সেই অদ্ভুত চোখের চাহনি আমার ভালোবাসার মূল কারণ। আমি জানিনা তুমি কেমন দেখতে ছিলে। একটিবার দেখেছিলাম তোমায়। তোমার ভালো থাকার কথা ভেবে কত কিছুই না ভাবতে হয়েছে।

কিন্তু কিছুই হয়নি। যা ভাবনা তা ভাবনাই থেকে গেল। আমি বেয়াদবি করতে পারিনা। বাকিদের মতো জেদী হতে পারি না। আমি অল্পতে হাপিয়ে উঠি। আমি মনের থেকে লুকিয়ে চলি। আমি সেই দিনগুলো থেকে দূরে থাকি।

স্মৃতিগুলো যখন মাসের পর মাস সামনে চলে আসে আমি এড়িয়ে চলি।হঠাৎ দু একটি স্মৃতি দেখে ফেলি। এক ব্যর্থতার হাসি দেই। হয়তো আমার এই আবেগ হাস্যকর। এখনো কেন আমি এত কিছু ভেবে থাকি।

জানিনা এই ভাবনার প্রতি এত ভালোবাসা এখনো কেন আমার আছে। জানিনা কত কাল এভাবে নিজের মাঝে থাকবো।

নতুন করে কারো সামনে কিভাবে নিজেকে উপস্থাপন করব? বুঝতে পারিনা কিছুই। এতে অনেকে হয়তো আমাকে নির্বোধ, বোকা হিসেবে তিরস্কার করবে।

কিন্তু সত্যিই আমি এমন চাইনি। মাত্র কয়টি বছরের ব্যবধানে, সবকিছু এত বদলে গেল। আমি কেন সেভাবে বদলে যেতে পারলাম না? যেভাবে বদলে গেলে সবকিছু ঠিক থাকবে?

এ অপ্রকাশিত অনুভূতি এর কোন মূল্য নেই। আমাকে বদলে যেতে হবে আরও। হয়তো সময় লাগবে কিছুটা। তবুও আমাকে নতুন হতে হবে।

আরও পড়ুন-

Leave a Comment